আফগানদের খেলতে আমরা অভ্যস্ত, আমাদের হাতেও অপশন আছে: লিটন

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ
সিরিজসেরার পুরস্কার নিচ্ছেন লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
সিরিজসেরার পুরস্কার নিচ্ছেন লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দিয়ে শেষ হলো বাংলাদেশ দলের নেদারল্যান্ডস সিরিজ। হোয়াইটওয়াশ নয়, ২-০ ব্যবধানে সিরিজ জিতে এশিয়া কাপের প্রস্তুতি নিলো বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের মঞ্চে যাওয়ার আগেই বেশ আত্মবিশ্বাসী লিটন দাসের দল।

এশিয়া কাপে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। নেদারল্যান্ডসকে বধ করা বাংলাদেশ অবশ্য ইতোমধ্যেই আফগানিস্তানকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।

কেননা গেল কয়েকবছরে বেশ কয়েকবারই আফগানিস্তানের মোকাবেলা করেছে বাংলাদেশ। যার কারণে রশিদ খানের দলের শক্তিমত্তা বা দুর্বলতা সবই জানা আছে লিটনবাহিনীর। এ ছাড়া আফগানিস্তানের কয়েকজন বোলারকে নিয়মিত বিপিএলেও খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা।

লিটন বলেন, 'আমার মনে হয় আফগানিস্তানের সাথে আমরা অনেকগুলো সিরিজ খেলেছি নিকট অতীতে। দুই একটা প্লেয়ার হয়তোবা খেলেনি, কিন্তু বেশীরভাগ প্লেয়ার তাদের বোলারদেরকে খেলতে অভ্যস্ত। কিছুদিন আগেও সিলেটে কিন্তু আফগানিস্তান টিম এসেছিল, খেলেছে।'

'তাই আমার কাছে মনে হয় প্লেয়াররা আমরা সবাই জানি যে তাদের শক্তির জায়গা বা দুর্বলতা কোনটা আছে। তাই আমরা চেষ্টা করব তাদের, তাদের সাথে ওইভাবে মোকাবেলা করার জন্য।'

সাধারণত স্পিন বোলিং আক্রমণ দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টায় থাকে আফগানরা। সেই চ্যালেঞ্জ লুফে নিলেন লিটন। দলের ব্যাটারদের সাম্প্রতিক সময়ের ফর্মে সাহস খুঁজে পাচ্ছেন তিনি।

লিটন আরো বলেন, 'এমন না যে শুধুমাত্র তারা স্পিন দিয়ে আমাদের ধরবে, আমাদেরও হাতে অপশন আছে। আমাদের ব্যাটার আছে, আমাদের পেস বোলিং অ্যাটাক আছে। আমরাও দেখি কি করা যায়।'