বিসিবির নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্রের’ গন্ধ পাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা

ক্রিকফ্রেঞ্জি
অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা বিসিবির নির্বাচন। যদিও গুঞ্জন আছে নির্বাচন না দিয়ে অ্যাডহক কমিটি করে ক্রিকেটীয় কার্যক্রম চালিয়ে নেয়া হতে পারে। এমন খবরে বিসিবির নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ঢাকার ক্লাব সংগঠকরা। যদিও নির্বাচনের বানচালের খবরকে উড়ো খবর হিসেবেই দেখছেন তারা।

promotional_ad

সাম্প্রতিক সময়ে নেতিবাচক খবরের শিরোনাম হওয়ায় বিসিবির আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন না মাহবুব আনাম। ২০০১ সাল থেকে বিসিবিতে বিভিন্ন ভূমিকায় কাজ করা সাাবেক ক্রিকেটার ও ক্রিকেট সংগঠক সরে যাওয়ার খবরে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে। অনেক ক্রিকেট সংগঠকই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অথচ খবর বেরিয়েছে অক্টোবরে নির্বাচন না দিয়ে গঠন করা হতে পারে অ্যাডহক কমিটি।


আরো পড়ুন

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ আয়োজনে এগিয়ে ডারউইন

৩ ঘন্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ আয়োজনে এগিয়ে ডারউইন, ফাইল ফটো

যদিও বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের কোনো সুযোগ নেই। বিসিবির নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ করতেই ২৪ আগষ্ট (রবিবার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে করেছে ঢাকার ৭৬ ক্লাবের সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন।’ সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম জানান, অ্যাডহক কমিটি করে ক্রিকেটকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে।


promotional_ad

এ প্রসঙ্গে রফিকুল বলেন, ‘সাম্প্রতিককালে আমরা জানতে পেরেছি যে অ্যাডহক কমিটি করে বোর্ড পরিচালনার একটি পরিকল্পনা চলছে। এখানে আমি বলব যে, আইসিসির নিয়মে কিংবা বিসিবির যে গঠনতন্ত্র আছে সেখানে কি পরিস্থিতিতে অ্যাডহক কমিটি, সেটা উল্লেখ করা আছে। এ ধরনের কোনো সুযোগ আছে কি না আমার জানা নেই। অ্যাডহক কমিটি করতে কোনো ধরনের পরিবেশ, পরিস্থিতি তৈরি হলে করা যেতে পারে। এখন কি সেই পরিবেশ আছে? অবশ্যই নেই। এখন একটি সুন্দর নির্বাচন দরকার। যারা অ্যাডহক কমিটির পরিকল্পনা করছে তারাই ষড়যন্ত্র করছে, ক্রিকেটকে কলুষিত করার চেষ্টা করছে।’


‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের’ সাধারণ সম্পাদক বোরহানুল হোসেনও একই সুরে কথা বলেছেন। তাঁর চাওয়া বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ীই নির্বাচন হতে হবে। গঠনতন্ত্রের পরিবর্তন কিংবা পরিবর্ধন নিয়ে খুব বেশি সমস্যা নেই বোরহানুলের। যদিও ঢাকার ক্লাবের এই সংগঠকের চাওয়া, বিসিবির নির্বাচন শেষে নতুন পরিচালনা পর্ষদের অধীনে প্রয়োজনীয় সংস্কার।


বোরহানুল বলেন, ‘আসলে নির্বাচন তো বর্তমান গঠনতন্ত্র অনুযায়ীই হতে হবে। এই গঠনতন্ত্র হয়ত পরিবর্তনের প্রয়োজন আছে, প্রয়োজন থাকতে পারে। সেটার জন্য ইজিএম, এজিএম—নিয়ম মেনে। এটা পরিবর্তন করতে হলে সবার মতামত নিয়ে করতে হবে। এটা হুট করে নির্বাচনের পূর্বে কেউ ইচ্ছে করলেই এনএসসি কিংবা ক্রিকেট বোর্ড এটা পরিবর্তন করার ক্ষমতা রাখে না। সুতরাং এটা যদি কোনো পরিবর্তন কিংবা পরিবর্ধনের প্রয়োজন হয় আমরা নিশ্চয় নির্বাচনের পরে আমরা বোর্ডের কাছে বলব। প্রয়োজনীয় যে সংস্কার দরকার সেটা অবশ্যই করা হবে।’


বিসিবির নির্বাচন বানচালের খবর নিয়ে তিনি আরও যোগ করেন, ‘বানচালের খবর যেটা এসেছে এটা আসলে উড়ো খবর। আমাদের ক্রিকেট বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরাও বলছে বোর্ড ভেঙে যাচ্ছে, এই হচ্ছে, অ্যাডহক কমিটি হচ্ছে, এটা উড়ো খবর। আমরা জানি না কোন পক্ষ বা কে করছে। বরং আমি বলবো মিডিয়ার ভাইয়েরা হয়ত বেশি জানেন আমাদের চাইতে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball