বাংলাদেশের সঙ্গে ম্যাচগুলো আমাদের হারা উচিত হয়নি: রশিদ লতিফ

ক্রিকফ্রেঞ্জি
কদিন আগেই বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে সিরিজ জিতলেও একটা ম্যাচে হারতে হয়েছে তাদের। রশিদ লতিফ মনে করেন, এই ম্যাচগুলো তাদের হেরে যাওয়া উচিত হয়নি। এমন অবস্থায় এশিয়া কাপে ভারতের মোকাবেলা করাটা পাকিস্তানের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি।

promotional_ad

চলতি বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। পিএসএল শেষে ঘরের মাঠে বাংলাদেশকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে তারা। যদিও পরের সিরিজেই হারতে হয়েছে বাংলাদেশের কাছে। বাংলাদেশ সফরে এসে শেষ ম্যাচে জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান।


আরো পড়ুন

ফখরকে মানুষ প্রাপ্য সম্মান দেয় না, দাবি পাকিস্তান অধিনায়কের

৭ ঘন্টা আগে
ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজ সফরে অবশ্য সিরিজ জিতেছে সালমান আলী আঘার দল। তবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচে হেরেছে পাকিস্তান। অর্থাৎ সবশেষ ৬ ম্যাচের তিনটিতে হেরেছে তারা। পাকিস্তানের এমন অধারাবাহিকতাকে সামনে এনেছেন রশিদ লতিফ। তিনি মনে করেন, এই ম্যাচগুলো হেরে যাওয়া উচিত হয়নি।


promotional_ad

সেই সঙ্গে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সালমানকে নিয়েও কথা বলেছেন তিনি। নিজে পারফর্ম করলেও একসঙ্গে তিন ফরম্যাটে খেলে যাওয়া যে সহজ নয় সেটাই মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার ব্যাটার। এ ছাড়া পাকিস্তানে প্রতিভা থাকলেও তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না বলে ধারণা তাঁর।


আরো পড়ুন

বাংলাদেশকে ভয় না পাওয়ার কোনো কারণ দেখেন না তাসকিন

৫ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

এ প্রসঙ্গে রশিদ লতিফ বলেন, ‘আমাদের ক্রিকেট অনেকটা অধারাবাহিক...। আমরা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে যে ম্যাচগুলো হেরেছি এগুলো হেরে যাওয়া উচিত হয়নি। আমাদের অধিনায়ক হয়ত ভালো আছে কিন্তু তিন ফরম্যাটেই খেলে যাওয়া সহজ ব্যাপার নয়। আমাদের প্রতিভা আছে কিন্তু আমরা সঠিক এখনো সঠিক সিদ্ধান্ত নিচ্ছি না।’


ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে সঙ্গে নিয়ে শারজাহতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। তবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এশিয়া কাপে ভারতকে মোকাবেলা করা। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে একে অপরের বিপক্ষে খেলবে তারা। আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টে ভারতের সঙ্গে যেন পেরেই উঠতে পারে না পাকিস্তান।


রশিদ লতিফের চাওয়া অবশ্য, কোনো সমস্যা ছাড়া এশিয়া কাপ শেষ হওয়া। তিনি বলেন, ‘১৪ সেপ্টেম্বর ভারতকে মোকাবেলা করা ভারতের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ হবে। আমি শুধু আশা করি এশিয়া কাপটা কোনো সমস্যা ছাড়া ভালোভাবে শেষ হোক।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball