হাথুরুসিংহেকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করতে পারত না: সোহান

ছবি: চান্ডিকা হাথুরুসিংহে ও নুরুল হাসান সোহান

সম্প্রতি ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন তার অন্যতম পছন্দের কোচ রাসেল ডমিঙ্গো। তাকে ১০০ এর মধ্যে ৯০ শতাংশ মার্ক দেবেন তিনি। হাথুরুসিংহের কথা বলতে গিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন এই লঙ্কান কোচকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করত না। বিশেষ করে যারা পারফর্ম করতে পারতেন না তারা কখনই তার সাপোর্ট পেতেন না এই কোচের কাছ থেকে।
পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, এবারও নেই সোহান
১৭ জুলাই ২৫
এ প্রসঙ্গে সোহান বলেন, 'আমার কাছে মনে হয় রাসেল ডমিঙ্গো ১০০ এর মধ্যে ৯০% পাওয়ার মতো। কারণ তার ম্যান ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের তার উপর বিশ্বাস ছিলো। আর অবশ্যই হাতুরুসিংহের ক্ষেত্রে হয়তো তার প্ল্যান ভালো। কিন্তু আমার কাছে মনে হয় যে কোন প্লেয়ারই তারে বিশ্বাস করতে পারতো না।'

সোহান জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন এক সময়। লম্বা সময় ধরে ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্সের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর মধ্যেই তার অধীনে রংপুর জিতেছে গ্লোবাল সুপার লিগের শিরোপা। সর্বশেষ জিএসএলের আসরে রংপুর হয়েছে রানার্সআপ। সব মিলিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয়েছে তার। তার ধারণা প্রত্যেক ক্রিকেটারকেই ভিন্ন ভিন্ন উপায়ে সামাল দেয়া উচিত কোচদের। যারা পারফর্ম করে তাদের চেয়ে যারা পারফর্ম করতে পারছেন না তাদের কোচকে বেশি প্রয়োজন।
‘বাংলাদেশ সিরিজের মতো খেললে এশিয়া কাপেও ভরাডুবি হবে পাকিস্তানের’
১৮ ঘন্টা আগে
ব্যাখ্যা দিয়ে সোহান বলেছেন, 'যখন একটা প্লেয়ার যখন ভালো করবে, তার কিন্তু অনেক বেশি সাপোর্টের দরকার হয় না। কারণ সে এমনিই ভালো করছে। যখন একজন ক্রিকেটার খারাপ করবে, তখন তার সাপোর্টের দরকার হয়। যে সে ঐ খারাপ সময়টা থেকে কিভাবে বের হয়ে ভালো করতে পারে। কারণ যারা ন্যাশনাল টিমে খেলতেছে বাংলাদেশের হয়ে আগে খেলছে, এখন খেলছে বা ভবিষ্যতে খেলছে, সবাইরই কিন্তু কোয়ালিটি আছে এবং পারফর্ম করে, হয় ঘরোয়া বলেন বা কোথাও পারফর্ম করে আসছে। তো আপনার মানসিক শান্তিটা খুব গুরুত্বপূর্ণ। যে জায়গায় হাতুরুসিংহের অনেক বড় মিসিং ছিলো আমার কাছে মনে হয়।'
একটি দলকে পরিবার হিসেবে গড়ে তুলতেও কোচের বড় ভূমিকা থাকা উচিত বলে মনে করেন সোহান। এই জিনিসটারই অভাব ছিল হাথুরুসিংহের। বাজে ফর্মে থাকা ক্রিকেটাররাই মানসিকভাবে সবচেয়ে চাপে থাকেন। সেই সময় তাদের পাশে অধিনায়ক বা কোচদের থাকা উচিত বলেই বিশ্বাস সোহানের।
তিনি বলেছেন, 'কোচের প্রধান কাজটা থাকে কিন্তু পুরো দলটাকে একটা পরিবার হিসেবে গড়ে তোলা। কারণ ক্রিকেট মূলত একটি দলগত খেলা। তো আপনি দল হিসেবে যখন একসাথে থাকতে পারবেন, আপনি যখন বিশ্বাস করবেন যে আপনার একজন সঙ্গী আপনার খারাপ সময়ে আপনাকে সাপোর্ট করবে। এই পরিবেশটা তৈরি করলে ক্রিকেট আপনার অনেক বড় প্লেয়ারের থেকে আপনার যদি পরিবেশ এরকম থাকে বা টিম স্পিরিট থাকে, তখন দলটার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।'