এশিয়া কাপ-বিশ্বকাপের আগে এমন উইকেটে খেলা আদর্শ নয়: হেসন

ছবি: লিটনের আউটের পর পাকিস্তানের ক্রিকেটারদের উচ্ছ্বাস, ক্রিকফ্রেঞ্জি

এই মাঠেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়ে বিশ্বকাপে গিয়ে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন মনে করেন বাংলাদেশ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন উইকেটে খেলে ভুল করছে। এমন উইকেটে খেলে বাংলাদেশ জিতবে ঠিকই উন্নতি হবে না বলে মনে করেন তিনি।
‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন
৩ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'আমি মনে করি না এটা কারো জন্যই সহায়ক। যদি কেউ এশিয়া কাপ বা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। ব্যাটিংয়ে আমরা যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি, তার জন্য কোনো অজুহাত চলে না। তবে আন্তর্জাতিক ক্রিকেটে যদি কোনো পিচ আন্তর্জাতিক মানের না হয়, তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য নয়।'

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৭ উইকেটের বড় জয় পেয়েছে। শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বল কিছুটা ধীরে ব্যাটে এসেছে। ফলে বাংলাদেশের ব্যাটারদের জন্য দ্রুত জয় তুলে নেয়া সহজ হয়েছে। তবে পাকিস্তানের ইনিংসের শুরুর দিকে উইকেট ছিল সম্পূর্ণ বিপরীত।
ম্যাচ হেরে মিরপুরের উইকেটের সমালোচনা করলেন সালমান
৪ ঘন্টা আগে
টসে হেরে ব্যাট করতে নেমে ৪৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষদিকে কেউ ঝড়ো ইনিংস খেলতে পারেননি। ওপেনার ফখর জামান একপ্রান্ত আগলে খেলেছেন ৩৪ বলে ৪৪ রানের ইনিংস। পাকিস্তান এদিন গুটিয়ে যায় ১১০ রানে। এমন উইকেট টি-টোয়েন্টির জন্য আদর্শ নয় বলে জানিয়েছেন হেসন।
তিনি বলেছেন, 'আমি এখানে বাংলাদেশকে বলার জন্য আসিনি যে তারা কীভাবে সব কিছু পরিচালনা করবে, তবে আমি মনে করি, যদি আপনি ক্রিকেটকে উন্নত করতে চান, তাহলে অবশ্যই ভালো ক্রিকেট উইকেট দরকার। আমার মনে হয়, এমনকি বিপিএলের সময়ওএখানে কিছু খুব ভালো ক্রিকেট উইকেট দেখা গেছে। কিন্তু যখন আন্তর্জাতিক ম্যাচ হয়, তখন সেগুলো প্রায়ই সেই মানের হয় না।'