এশিয়া কাপ-বিশ্বকাপের আগে এমন উইকেটে খেলা আদর্শ নয়: হেসন

লিটনের আউটের পর পাকিস্তানের ক্রিকেটারদের উচ্ছ্বাস, ক্রিকফ্রেঞ্জি
আগের দিনই মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের উইকেটের কড়া সমালোচনা করেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বলেছিলেন, এখানে খেলে 'অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা ডাউন হয়ে গেছে।' বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি শেষে সেই কথাই যেন প্রতিফলিত হলো।

promotional_ad

এই মাঠেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়ে বিশ্বকাপে গিয়ে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন মনে করেন বাংলাদেশ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন উইকেটে খেলে ভুল করছে। এমন উইকেটে খেলে বাংলাদেশ জিতবে ঠিকই উন্নতি হবে না বলে মনে করেন তিনি।


আরো পড়ুন

‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন

৩ ঘন্টা আগে
অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন, ক্রিকফ্রেঞ্জি

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'আমি মনে করি না এটা কারো জন্যই সহায়ক। যদি কেউ এশিয়া কাপ বা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। ব্যাটিংয়ে আমরা যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি, তার জন্য কোনো অজুহাত চলে না। তবে আন্তর্জাতিক ক্রিকেটে যদি কোনো পিচ আন্তর্জাতিক মানের না হয়, তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য নয়।'


promotional_ad

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৭ উইকেটের বড় জয় পেয়েছে। শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বল কিছুটা ধীরে ব্যাটে এসেছে। ফলে বাংলাদেশের ব্যাটারদের জন্য দ্রুত জয় তুলে নেয়া সহজ হয়েছে। তবে পাকিস্তানের ইনিংসের শুরুর দিকে উইকেট ছিল সম্পূর্ণ বিপরীত।


আরো পড়ুন

ম্যাচ হেরে মিরপুরের উইকেটের সমালোচনা করলেন সালমান

৪ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

টসে হেরে ব্যাট করতে নেমে ৪৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষদিকে কেউ ঝড়ো ইনিংস খেলতে পারেননি। ওপেনার ফখর জামান একপ্রান্ত আগলে খেলেছেন ৩৪ বলে ৪৪ রানের ইনিংস। পাকিস্তান এদিন গুটিয়ে যায় ১১০ রানে। এমন উইকেট টি-টোয়েন্টির জন্য আদর্শ নয় বলে জানিয়েছেন হেসন।


তিনি বলেছেন, 'আমি এখানে বাংলাদেশকে বলার জন্য আসিনি যে তারা কীভাবে সব কিছু পরিচালনা করবে, তবে আমি মনে করি, যদি আপনি ক্রিকেটকে উন্নত করতে চান, তাহলে অবশ্যই ভালো ক্রিকেট উইকেট দরকার। আমার মনে হয়, এমনকি বিপিএলের সময়ওএখানে কিছু খুব ভালো ক্রিকেট উইকেট দেখা গেছে। কিন্তু যখন আন্তর্জাতিক ম্যাচ হয়, তখন সেগুলো প্রায়ই সেই মানের হয় না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball