তামিম ‘বেস্ট ফ্রেন্ড’ নন, তবে ‘ভালো বন্ধু’ সাকিবের

ছবি: তামিম ইকবাল ও সাকিব আল হাসান, ফাইল ফটো

ক্যারিয়ারের শুরু থেকে একটা বড় সময় পর্যন্ত দুজনে ছিলেন হরিহর আত্মা। সাকিব তো তার এক সাক্ষাৎকারে বলেও দিয়েছিলেন তামিমই তার সবচেয়ে ভালো বন্ধু। তবে সময়ের যাঁতাকলে পিষ্ট হয়েছে সম্পর্কও। দুজনের মধ্যে মাঝে সম্পর্কটা ছিল ‘দ্বন্দ্বের’।
বিসিবিতে ক্রিকেট বাদে সবকিছুই হচ্ছে: তামিম
৩০ মে ২৫অবশ্য বেশ কয়েকমাস আগে তামিম যখন হৃদরোগে আক্রান্ত হন তখন হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন সাকিবের বাবা মাশরুর রেজা ও মা শিরিন শারমিন। দেশে না থাকলেও তাদের মাধ্যমে তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছিলেন সাকিব। তামিমও সুস্থ হয়ে সাকিবের সদাচারে মুগ্ধতা ব্যক্ত করেছিলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে সাকিব বলেন, 'অনূর্ধ্ব-১৯ থেকে আমি তামিম আর মুশফিক ভাইর সাথেও খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি, অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলব আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসাথে কাটিয়েছি। তারাও আমার ভালো বন্ধু।'
যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিব-নাসিরসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার
৬ জুলাই ২৫
এই বয়সে সাকিবের উপলদ্ধি 'বেস্ট ফ্রেন্ড' বলে কিছুই নেই, 'কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে, কিন্তু ক্রিকেটের বাইরে বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি। এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড।'
তামিম সবশেষ বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়েছেন সেই ২০২৩ সালের সেপ্টেম্বরে। এরপর গত বিপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়ের 'শেষ' ঘোষণা করেন তিনি। সাকিব আছেন ক্যারিয়ারের শেষদিকে। এমন ক্ষেত্রে জাতীয় দলের জার্সিতে মাঠে দুজনের দেখা হওয়ার সম্ভাবনা শূন্যের কোটায়।
একই অনুষ্ঠানে অবশ্য নিজের দ্বিতীয় 'বেস্ট ফ্রেন্ড' হিসেবে রুবেলের নাম নেন সাকিব, 'তাদের সবার সাথেই আমার সম্পর্ক খুব ভালো। তবে আমি সম্ভবত রুবেল হোসেনের নাম বলব। আমাদের দারুণ সময় কেটেছে। ক্রিকেটের বাইরে আমি, রুবেল, তাসকিন- আমরা অনেক মজা করে সময় পার করেছি। আমি রুবেলের কথা বলব, তাসকিনও আছে।'