বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সাইফউদ্দিন

ছবি: ফাইল ছবি

বিপিএলের পর ডিপিএলে পারফর্ম করে জিম্বাবুয়ে সিরিজ খেলার বছরখানেক পর আবারও বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন সাইফউদ্দিন। পেস বোলিংয়ে অলরাউন্ডারকে ফিরিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাইফউদ্দিনের পাশাপাশি সবশেষ সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে না থাকা বেশ কয়েকজন ফিরেছেন।
নাসুমের শেষের ঝলকে শিরোপার আশা বাঁচিয়ে রাখলো মোহামেডান
২৬ এপ্রিল ২৫
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন নাইম শেখ। এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলার পাশপাপাশি ব্যাট হাতেও রান পেয়েছিলেন তিনি। ১০ ম্যাচে ১৩৫.০৪ স্ট্রাইক রেটে ৩ হাফ সেঞ্চুরিতে করেছিলেন ৩১৬ রান। কদিন পর শুরু হওয়া বিপিএলেও ব্যাটিংয়ের ছন্দ ধরে রেখেছিলেন বাঁহাতি এই ব্যাটার। খুলনার হয়ে ১৪ ম্যাচে ১৪৩.৯৪ স্ট্রাইক রেটে করেছিলেন ৫১১ রান।
একটা সেঞ্চুরির সঙ্গে তিনটা হাফ সেঞ্চুরিও করেছিলেন নাইম। ৫০ ওভারের ক্রিকেটের ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) বাঁহাতি ব্যাটার ছিলেন ছন্দে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১১ ম্যাচে করেছিলেন ৬১৮ রান। এমন পারফরম্যান্সে কদিন আগেই বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন নাইম। এবার ফিরলেন টি-টোয়েন্টি দলে। সবশেষ ২০২২ সালের আগষ্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন নাইম।

বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
৪ ঘন্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষে শারজাহ থেকে ভারতে আইপিএল খেলতে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় আঙুলে চোট পাওয়া বাঁহাতি পেসার যেতে পারেননি পাকিস্তান সফরে। তবে শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে তাকে। মুস্তাফিজের মতো চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদও। গোঁড়ালির চোটের কারণে ডিপিএলের মাঝ পথ থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি।
চোট গুরুতর হওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে ছিলেন না ডানহাতি এই পেসার। এ ছাড়া চোটের কারণে ছিটকে যাওয়া শরিফুল ইসলামকেও ফেরানো হয়েছে দলে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকেও ডাকা হয়েছে শ্রীলঙ্কা সফরে। তবে লম্বা সময় ধরে রান করতে না পারা নাজমুল হোসেন শান্ত বাদ পড়েছেন। বাঁহাতি ব্যাটারের পাশাপাশি সবশেষ সফরে খেলা সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদও স্কোয়াডে নেই।
পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নেয়া নাহিদ রানাকে অবশ্য রাখা হয়নি স্কোয়াডে। ওয়ানডে সিরিজ শেষে ১০ জুলাই ক্যান্ডিতে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পরের দুই ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই। দ্বিতীয় টি-টোয়েন্টি ডাম্বুলায় এবং শেষ ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।