এই মুহূর্তে আমরা মৌলিক কাজগুলো করতে পারছি না: লিটন

বাংলাদেশ
এই মুহূর্তে আমরা মৌলিক কাজগুলো করতে পারছি না: লিটন
ব্যর্থ হয়ে ফিরছেন লিটন দাস, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান তাড়া করার সময় ভুল বোঝাবুঝি হয় লিটন দাস ও তাওহীদ হৃদয়ের মাঝে। একটি সিঙ্গেল নেয়ার সময় ভুল বোঝাবুঝি হয় দুজনের মাঝে। এরপরই রীতিমতো ক্ষিপ্ত হতে দেখা যায় বাংলাদেশ অধিনায়ক লিটনকে। সেই ক্ষোভ যেন ছড়িয়ে পড়ে তার ব্যাটিং মনোযোগেও।

ষষ্ঠ ওভারের ঘটনা। হাসান আলীর বলে আলতো টোকা দিয়ে দৌড় শুরু করেন লিটন। তিনি দুই রানের কল দেন, কিন্তু অপর প্রান্তে থাকা হৃদয় সাড়া না দিয়ে থেমে যান। ততক্ষণে লিটন চলে গেছেন অনেক দূরে। বুঝতে পেরেই থমকে দাঁড়িয়ে রাগতভাবে হৃদয়ের দিকে তাকিয়ে কিছু বলেন তিনি।

লিটনের রাগ শুধু ভুল বোঝাবুঝির কারণে নয়, বরং দলীয় ব্যর্থতার বহিঃপ্রকাশও ছিল সেটি। রান আউট না হলেও তখন মেজাজ হারিয়ে ফেলেন তিনি। পরের বলেই মিড অনে তুলে বাজে শট খেলেন, আর তাতেই ধরা পড়েন ফিল্ডারের হাতে। মাঠ ছাড়ার সময় হতাশায় ব্যাট ফেলে দেয়া, গ্লাভস ছোঁড়া— সব মিলিয়ে সেই দৃশ্যে ভেসে বেড়াচ্ছিল চরম হতাশা।

ধারাভাষ্যকারদের নজর এড়ায়নি বিষয়টি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে রমিজ রাজা সরাসরিই জিজ্ঞেস করেন লিটনকে সেই ঘটনার কথা। উত্তরে যদিও সরাসরি কিছু স্বীকার করেননি, তবে ইঙ্গিত দেন দলে মৌলিক ব্যাটিংয়ের ঘাটতির কথাই।

লিটন বলেন, 'ঠিক তা নয়। তবে ক্রিকেটে মৌলিক কাজ করতে হবে। এটা ছিল মৌলিক ব্যাপার। এই মুহূর্তে আমরা মৌলিক কাজগুলো করতে পারছি না। পরপর দুটি উইকেট যদি দেখেন, আমরা দুটি রান নেইনি। আমি দোষ দিচ্ছি না, তবে এসব দিকে মনোযোগ দিতে হবে আমাদের।'

এই ইনিংসে লিটন করেন মাত্র ৯ বলে ৬ রান। আর হৃদয় আউট হন পরের ওভারে, ৫ বলে ৫ রান করে। ৪৪ রানে বিনা উইকেটে থাকা বাংলাদেশ সেখান থেকে পরের ৩৩ রান তুলতেই হারায় ৭ উইকেট—চাপে পুরো দল।

শেষদিকে তানজিম হাসান সাকিবের ৩০ বলে হাফ সেঞ্চুরি কিছুটা স্বস্তি দিলেও ম্যাচ বাঁচাতে পারেনি তা। বাংলাদেশ হারে ৫৭ রানে, সঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজও হাতছাড়া হয়।

আরো পড়ুন: লিটন দাস