বাংলাদেশের ভালোভাবে কামব্যাক করার সামর্থ্য আছে: মুশতাক

বাংলাদেশ
বাংলাদেশের ভালোভাবে কামব্যাক করার সামর্থ্য আছে: মুশতাক
গণমাধ্যমে কথা বলছেন মুশতাক আহমেদ, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষেও প্রথম ম্যাচ হারল বাংলাদেশ । গতকাল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টাইগাররা হেরেছে ৩৭ রানে। এমন হারের পরও মুশতাক আহমেদ জানালেন কামব্যাক করার সামর্থ্য বাংলাদেশ দলের রয়েছে।

প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তান তোলে ২০১ রান। সালমান আঘা ৩৪ বলে ৫৬, শাদাব খান ২৫ বলে ৪৮, হাসান নওয়াজ ২২ বলে ৪৪ রান করেন। লক্ষ্য তাড়ায় ১৬৪ রানে অল আউট হয় বাংলাদেশ। মাত্র ৩০ রান খরচায় পাঁচ উইকেট নেন হাসান আলী।

ম্যাচ শেষে পাকিস্তানকে প্রাপ্য কৃতিত্বও দিয়েছেন মুশতাক। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ভুল থেকে শিক্ষা নিয়ে কামব্যাক করার তাগিদও দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমি বিশ্বাস করি আমাদের ভালোভাবে কামব্যাক করার সামর্থ্য আছে।’

‘পাকিস্তানকে কৃতিত্ব দিতে হবে। আঘা সালমান (সালমান আলী আঘা) দারুণ খেলেছে। ক্রিকেটিং শট খেলেছে। টি-টোয়েন্টি হোক আর টি-টেন হোক, আপনাকে বেসিক ঠিক রাখতে হবে। ক্রিকেটিং শট খেললেই ভালো হবে। বোলাররা যেখানেই বল করেছে সেখানেই মেরে দিয়েছে। আঘা সালমানকে কৃতিত্ব দিতে চাই কারণ অনেক ভালো খেলেছে।’

ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। তাসকিন লম্বা সময় ধরেই মাঠের বাইরে। অপরদিকে মুস্তাফিজ ইনজুরি আক্রান্ত হন আইপিএল খেলতে গিয়ে। এদিকে এদের জায়গায় খেলা হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিবকেও চার ওভার পুরো বোলিং করায়নি বাংলাদেশ।

হাসান তিন ওভারে একটি উইকেট নিয়ে ২৪ রান খরচা করেন। অপরদিকে তানজিম দুই ওভারে ২২ রান খরচায় নেন একটি উইকেট। এমনকি তিন ওভারে ৩২ রান খরচায় দুই উইকেট নেয়া শরিফুল ইসলামকেও আর বোলিং দেয়া হয়নি।

এ নিয়ে মুশতাক বলেন, ‘আমাদের দুই মেইন পেসার নেই। সঠিক বলেছেন আপনি। তাসকিন (আহমেদ) ফিজরা (মুস্তাফিজুর রহমান) নেই। শরিফুল (ইসলাম) ভালো শুরু এনে দিয়েছে। পাকিস্তানের আজকে ভালো ইনটেন্ট ছিল। ফলে তাদের কৃতিত্ব দিচ্ছি।'

‘অধিনায়কের সাথে কথা হয়নি এখনও। পিচ শুরুতে ট্যাকি (স্টিকি বা আঠালো) ছিল। সুইং হচ্ছিল। স্লো হচ্ছিল। যখন আমরা শুরু করলাম। ফখর এবং সাইমের আউট দেখলে বুঝতে পারবেন। প্রথম ৫-৬ ওভারে ট্যাকি পিচ ছিল। পরে পিচ আরও ভালো হয়েছে ক্রমাগত। লিটন (দাস) হয়ত স্পিনে বেশি আত্মবিশ্বাসী ছিল।’

এছাড়া একাদশ বাছাই প্রসঙ্গে মুশতাক বলেন, ‘বেঞ্চ স্ট্রেন্থ বাজিয়ে দেখতে হবে বিশ্বকাপের আগে কোন কম্বিনেশন আমাদের জন্য কাজ করবে। লং টার্ম চিন্তা করতে হবে। জাকের (আলী অনিক) মিডল অর্ডারে ভালো করছে। সে অনেক ভালো ক্রিকেট খেলছে। তাওহিদও (হৃদয়) ভালো করছে।’

আরো পড়ুন: মুশতাক আহমেদ