ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ভালো করিনি, এখনো দুটি ম্যাচ আছে: লিটন

লিটন দাস, ফাইল ফটো
হারের বৃত্ত থেকে যেন আর বেরোতেই পারছে না বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের কাছে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর এবার পাকিস্তানের মাটিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও একই পরিণতি লাল-সবুজের দলের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩৭ রানে হেরেছে লিটন দাসের দল।

promotional_ad

এই ম্যাচেও সব বিভাগে খেই হারায় বাংলাদেশ। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং—কোনো কিছুতেই ছিল না ধারাবাহিকতা। ফলে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে দলের এই পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করলেন অধিনায়ক লিটন দাস।


আরো পড়ুন

সাইফউদ্দিনকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন লিটন

৯ জুলাই ২৫
অনুশীলনে সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই (হতাশাজনক)। ম্যাচজুড়ে আমরা ভালো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করিনি। আমি কোনো কিছু বলছি না...তবে আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। সামনে এখনো দুটি ম্যাচ আছে।’


প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তান তোলে ২০১ রান। সেই লক্ষ্য তাড়ায় ১৬৪ রানে অল আউট হয় বাংলাদেশ। তবে লিটন বিশ্বাস করেন, এই রান তাড়া করা সম্ভব ছিল। ‘আমি নিশ্চিত, এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব (ছিল)। কারণ, এই মাঠ খুবই গতিময়। উইকেটও ব্যাটিংয়ের জন্য খুব ভালো। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’


promotional_ad

তবে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিংয়েও একই রকম দুর্বলতা দেখা গেছে। ধারাবাহিকতা নামক জিনিসটাই যেন হারিয়ে খুঁজছে বাংলাদেশ। একদিন ব্যাটিং ভালো হলে, অন্যদিন বোলিং খারাপ। কিংবা উল্টোটা।


আরো পড়ুন

ভারত না এলেও এসিসি সভা ঢাকাতেই

৭ ঘন্টা আগে
এসিসি সভায় জয় শাহ ও অন্যরা

এই সমস্যা নিয়ে লিটন বলেন, ‘হ্যাঁ অবশ্যই (ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিকতা প্রয়োজন)। শুধু ব্যাটিং-বোলিং নয়, আমাদের ফিল্ডিংও ভালো করতে হবে। গতিময় খেলায় আপনাকে ভালো ফিল্ডিং করতে হবে। আমরা এই মুহূর্তে ভালো ফিল্ডিং করছি না।’


তবে শুধুমাত্র কৌশলগত জায়গা নয়, মানসিক দিকেও উন্নতির প্রয়োজন দেখছেন অধিনায়ক। ‘শুধু অনুশীলন করে নয়; মানসিকতার জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে। আমার মনে হয়, ক্রিকেট শুধু অনুশীলনের ব্যাপার নয়। আমাদের ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে এবং মাঠে বাস্তবায়ন করতে হবে।’


সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, ৩০ মে ও ১ জুন। সিরিজে টিকে থাকতে পরের ম্যাচটি বাংলাদেশকে জিততেই হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball