promotional_ad

খালেদের ৬ উইকেট, সোহানের ১০৭

খালেদ আহমেদ (বামে) ও নুরুল হাসান সোহান (ডানে)
সকালের শুরুতে নিউজিল্যান্ড ‘এ’ দলের শেষ দুই ব্যাটারকে ফিরিয়ে দিয়ে ৫৯ রানে ৬ উইকেট নিলেন খালেদ আহমেদ। ডানহাতি পেসারের এমন বোলিংয়ের ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটাররা প্রত্যাশিত শুরুই পেয়েছিলেন। তবে এনামুল হক বিজয়, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, অমিত হাসানদের কেউই ইনিংস বড় করতে পারেননি। একশর আগেই চার উইকেট হারিয়ে ফেলা স্বাগতিকদের একাই টেনেছেন নুরুল হাসান সোহান। দারুণ ছন্দে থাকা বাংলাদেশ অধিনায়ক পেয়েছেন সেঞ্চুরির দেখাও। সোহানের ১০৭ রানের ইনিংসের পরও নিউজিল্যান্ডের চেয়ে ৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ।

promotional_ad

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের ২৫৬ রানের জবাব দিতে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন বিজয় ও জাকির। তাদের দুজনই খানিকটা আক্রমণাত্বক ব্যাটিংয়ে মনোযোগী ছিলেন। ইনিংসের নবম ওভারে নিজেদের প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ভালো শুরু পেলেও ক্রিস্টিয়ান ক্লার্কের অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে মিচেল হেইকে ক্যাচ দিয়েছেন ২ চার ও ১ ছক্কায় ২৪ রান করা বিজয়। আরেক ওপেনার জাকিরও ফিরেছেন একটু পরই।


আরো পড়ুন

হোয়াইটওয়াশই লক্ষ্য সোহান-অঙ্কনদের

৯ মে ২৫
বিসিবি

জশ ক্লার্কসনের অফ স্টাম্পের অনেকটা বাইরে বলে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করার চেষ্টায় উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন ১২ রান করা জাকির। দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেছিলেন মাহমুদুল জয় ও অমিত। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি ক্লার্কসন। ডানহাতি পেসারের গুড লেংথ ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে এজ হয়ে প্রথম স্লিপে ম্যাট বয়েলের হাতে ক্যাচ দিয়েছেন জয়। ডানহাতি ওপেনার আউট হয়েছেন ৪ চারে ১৮ রান করে। ভালো শুরু পাওয়া অমিতও ফিরেছেন কিছুক্ষণ বাদে।


promotional_ad

ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে ‘এ’ দলে সুযোগ পাওয়া অমিত ভালো শুরুই পেয়েছিলেন। তবে ২৮ বলে ২৫ রান করে ফিরতে হয় মোহাম্মদ আব্বাসের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ ক্যাচ দিয়ে। ৮১ রানে ৪ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও সোহান। তাদের দুজনের ব্যাটেই ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। অঙ্কন দ্রুত রান তুলতে না পারলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন।


আরো পড়ুন

বাংলাদেশের কাজ সহজ করে দিয়েছেন খালেদ-শরিফুলরা

৫ মে ২৫
উইকেট নিয়ে সতীর্থদের সঙ্গে শরিফুল ইসলামের উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

অপরপ্রান্তে থাকা সোহান অবশ্য আক্রমণাত্বক ব্যাটিং করে গেছেন একেবারে শুরু থেকেই। ৬ চার ও ২ ছক্কায় মাত্র ৩৩ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরি। একদিনের ম্যাচে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের অধিনায়ক প্রথম আনঅফিসিয়াল চারদিনের ম্যাচেও সেঞ্চুরি করেছেন। জেডন লেনক্সকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে ৭৪ বলে সেঞ্চুরি করেন সোহান। তবে একটু পর অঙ্কনের সঙ্গে জুটি ভাঙে তাঁর। ৭৯ বলে ২৫ রান করা অঙ্কনকে ফেরান ক্লার্কসন। ডানহাতি ব্যাটারের বিদায়ে ভাঙে সোহানের সঙ্গে তাঁর ১২২ রানের জুটি।


সেঞ্চুরির পর আউট হয়েছেন সোহানও। ক্লার্ককে ফাইন লেগের উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে ক্লার্কসনের অবিশ্বাস্য ক্যাচে ধরা পড়েন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশের অধিনায়ক ১০৭ রানে ফেরার পর শেষ বিকেলে ৩৯ বলে ২০ রান করেছেন নাঈম হাসান। ইবাদত হোসেনকে সঙ্গে নিয়ে ১৩ রানে অপরাজিত আছেন স্পিনার হাসান মুরাদ। ৮ উইকেটে ২৪৯ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ পিছিয়ে ৭ রানে। তবে লিড নেয়ার জন্য এখনো হাতে আছে দুটি উইকেট। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছে ক্লার্ক।


এর আগে দিনের শুরুতে ৮ উইকেটে ২২৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। আরও ৩০ রান যোগ করে ২৫৬ রানে অল আউট হয় সফরকারীরা। ৫১ বলে ২৮ রান করা ক্লার্ক ও কিউইদের হয়ে সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলা হেইকে ফিরিয়েছেন খালেদ। প্রথম ইনিংসে ৫৯ রান নিয়ে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে নবমবারের মতো এক ইনিংসে পাঁচ কিংবা তার অধিক উইকেট পেলেন খালেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball