promotional_ad

বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত সফরের সূচি প্রকাশ

২০২২ সালে হওয়া টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনে নুরুল হাসান সোহান
পাকিস্তান সফরের যাওয়ার আগে টি-টোয়েন্টির প্রস্তুতি নিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ! এমনটা জানা গিয়েছিল কয়েকদিন আগেই। এবার দুই বোর্ডের সম্মতিতে দুই ম্যাচের সেই টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।

promotional_ad

জিম্বাবুয়ে সিরিজ শেষে ২১ মে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। তবে দুই সিরিজের মাঝে প্রায় তিন সপ্তাহের গ্যাপ থাকায় সময়টা কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশ্বকাপের পাশাপাশি পাকিস্তান সফরের প্রস্তুতি নিতে তাই সংযুক্ত আরব আমিরাতে সিরিজ খেলার ইচ্ছে প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


আরো পড়ুন

অনিশ্চয়তায় ভারতের বাংলাদেশ সফর, প্রভাব পড়ছে এশিয়া কাপেও

৮ ঘন্টা আগে
হাত মেলাচ্ছেন বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা, আইসিসি

বিসিবির প্রস্তাবে সায় দিয়েছে ইসিবিও। ফলে পাকিস্তান যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে অনুষ্ঠিত হবে সিরিজটি। দুটি ম্যাচই হবে শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে ম্যাচগুলো।


promotional_ad

বাংলাদেশ সিরিজের আয়োজক হতে পারায় রোমাঞ্চিত ইসিবি। এ প্রসঙ্গে আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ ছেলেদের দলের বিপক্ষে আরেকটি টি–টোয়েন্টি সিরিজের আয়োজক হতে পারায় আমরা রোমাঞ্চিত। সর্বশেষ তিন বছরের মধ্যে তাদের সঙ্গে এটি আমাদের দ্বিতীয় দ্বিপক্ষীয় সিরিজ হতে চলেছে। ভালো দলের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের খেলার সুযোগ করে দিতে আমরা সব সময় আগ্রহী।’


আরো পড়ুন

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ

২২ এপ্রিল ২৫
অনুশীলনে শান্ত-জাকেররা, ক্রিকফ্রেঞ্জি

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধরী বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দল আরব আমিরাতে খেলতে যাবে জেনে আমরা আনন্দিত। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগকে আমরা অগ্রাধিকার দিই। ঠাসা আন্তর্জাতিক সূচির আগে এই ম্যাচগুলো আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অংশ হবে। আমরা আত্মবিশ্বাসী যে, এই ম্যাচ দুটি বিসিবি ও ইসিবির মধ্যকার ক্রিকেটীয় বন্ধনকে আরও মজবুত করবে এবং সমর্থকদের দারুণ বিনোদন দেবে।’


দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২০২২ সালে প্রথমবার তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে দল পাঠিয়েছিল বিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball