অক্টোবরে বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা ফারুক আহমেদের

ছবি: ফারুক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

ফারুক আহমেদের সঙ্গে বোর্ডে যুক্ত করা হয়েছে নাজমুল আবেদীন ফাহিমকে। সব মিলিয়ে মোট ১০ জন নিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ। আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান সভাপতি চাইলে নির্বাচন দিতে পারেন মেয়াদ শেষ হওয়ার দেড় মাস আগেই। তবে সেটি নির্ভর করছে তার চাওয়ার ওপরই।
এ বছরের বিপিএল সেরা ছিল না, স্বীকার করলেন সভাপতি ফারুক
২৭ এপ্রিল ২৫
অনেক জল্পনা কল্পনা চলছে আগামী বিসিবি নির্বাচনে ফারুক আহমেদ অংশ নেবেন কিনা। সম্প্রতি বিসিবি সভাপতি হাজির হয়েছিলেন ঠিকানায় খালেদ মুহিউদ্দীন অনুষ্ঠানে সেখানে তিনি আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেছেন, 'অক্টোবরে আমি নির্বাচন করবো। যেহেতু কোনো একটি কোয়ার্টারে দুর্নীতি যারা করেছে ক্রিকেট বোর্ডে, এখনও চেষ্টা করছে আমাকে দমিয়ে রাখার। তাদের জন্য সবচেয়ে সহজ কাজ ফারুক ভাইয়ের জন্য দুই চারটি কলাম লিখলে দুইটা মিথ্যা কথা বলে বদনাম দিলে ওই ধরনের লোক রিজাইন করে চলে যাবে।'
সিদ্ধান্ত বদলাতে শরফুদ্দৌলাকে অনুরোধ করবে বিসিবি
২৭ এপ্রিল ২৫
তাকে দমিয়ে রাখার জন্য ঐচ্ছিকভাবে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে ফারুক বলেন, 'তার আর কোনো এজেন্ডা নেই, দেশের ক্রিকেটের উন্নতি ছাড়া। এখানে ঐচ্ছিকভাবে খেলা হচ্ছে, এবার আমি চিন্তা করেছি নির্বাচন করতে। ছেড়ে দিলে তো সমস্যার সমাধান হলো না।'
এ বছরের শেষে বা আগামী জুনের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর পরও দেশের ক্রিকেটে বড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালিন সরকার। যদি দ্রুত নির্বাচন হয় তাহলেও বিসিবি’র নির্বাচনে প্রভাব পড়বে বড় ধরনের।