promotional_ad

বাংলাদেশে খেললেও বেনের চোখ আছে ভারত-পাকিস্তানে

সংবাদ সম্মেলনে বেন কারান, ক্রিকফ্রেঞ্জি
কারান ভাইয়েরা ব্যস্ত সময় কাটাচ্ছেন এই সময়ে। বড় ভাই টম কারান খেলছেন পিএসএলে। আর ছোটো ভাই স্যাম কারান আইপিএলে। আর তাদের মেজো ভাই বেন কারান বাংলাদেশে খেলছেন জিম্বাবুয়ের হয়ে। দুই ভাই অলরাউন্ডার হলেও বেন পুরোদস্তর ওপেনিং ব্যাটার।

promotional_ad

সেই সঙ্গে বাকি দুজনের চেয়ে মেজাজ ভিন্ন বেনের। সিলেট টেস্টেও দারুণ ধৈর্যশীল ইনিংসে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের জয় এনে দিয়েছেন। প্রথম ইনিংসে তার ৫৫ বলে ১৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ৭৫ বলে ৪৪ রান করে জিম্বাবুয়েকে জিতিয়েছেন তিনি। ইনিংস ধরে রাখার দক্ষতা তাকে অন্যদের চেয়ে আলাদা করে চিনিয়েছে সাম্প্রতিক সময়ে।


আরো পড়ুন

বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াই থামিয়ে দিতে চায় জিম্বাবুয়ে

৪ ঘন্টা আগে
উদযাপনে ব্যস্ত জিম্বাবুয়ে দল, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশে থাকলেও বাকি দুই ভাইয়ের খেলা নিয়মিত দেখছেন বেন। দুই ভাইয়ের খেলার খবর রাখছেন কিনা এমন প্রশ্নের জবাবে বেন বলেছেন, ‘হ্যাঁ, খেলা দেখি। গত রাতেও তো দেখলাম। যখনই তাদের খেলা থাকে, আমি নিয়মিত দেখি।’


চেন্নাইয়ের হয়ে এবারের আইপিএলে খুব বেশি ম্যাচে খেলা হয়নি স্যামের। তবে শুক্রবার তিনি সানরাজার্স হায়দরবাদের বিপক্ষে তিন নম্বরে নেমে ৯ রান করেছেন। দুই ওভার বল করে ২৫ রান দিলেও কোনো উইকেট পাননি।


promotional_ad



আরো পড়ুন

কারান পরিবারের অপেক্ষা ফুরানো সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সিরিজ জয়

১৮ ফেব্রুয়ারি ২৫
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়ে উচ্ছ্বসিত বেন কারান, জিম্বাবুয়ে ক্রিকেট

আর টম কারান অবশ্য পিএসএলে এখনও খেলার সুযোগ পাননি। বেনের সঙ্গে বাকি দুই ভাইয়ের পার্থক্য হচ্ছে বাকি দুজনই ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আর বেন খেলছেন জিম্বাবুয়ের হয়ে। টম ও স্যাম দুজনই ইংল্যান্ডের হয়ে জিতেছেন বিশ্বকাপ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ দলে ছিলেন টম। আর ইংল্যান্ডের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন স্যাম।


তবে বেনের প্রাপ্তির খাতা এখনও ফাঁকাই আছে। এখনও পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন তিনি। তাদের বাবা কেভিন কারানও খেলেছেন জিম্বাবুয়ের হয়ে। সেই দেশের হয়ে খেলতে পেরেও নিজেকে গর্বিত মনে করছেন বেন। তার বিশ্বাস ক্যারিয়ার শেষ করার আগে অনেক কিছু অর্জন করতে পারবেন তিনি।


বেন বলেন, 'এটা নিশ্চয়ই একটি অর্জন। আমি নিশ্চিত, অনেক বছর পরে যখন আমি পিছন ফিরে তাকাব, আমরা সবাই এই মুহূর্তগুলোকে স্মরণ করব গর্ব আর আনন্দের সাথে। তবে এখন এই সময়ে, আমি শুধু বর্তমানে থাকতে চেষ্টা করছি, জিম্বাবুয়ের হয়ে খেলার এই আনন্দ উপভোগ করছি এবং আমার সেরা পারফরম্যান্স দেয়ার চেষ্টা করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball