‘ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কথা নেই’, মুশফিক প্রসঙ্গে জাকের

ছবি: গণমাধ্যমে কথা বলছেন জাকের আলী অনিক, ক্রিকফ্রেঞ্জি

শেষ ১২ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই মুশফিকের। এর মধ্যে চার ইনিংস পৌঁছাতে পারেননি দুই অঙ্কেই। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের অফফর্ম নিয়ে তাই আলোচনা চলছেই। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট হারের পর আলোচনা পরিণত হয়েছে চূড়ান্ত সমালোচনায়।
বৃষ্টির দিনে শান্তর হাফ সেঞ্চুরি, ১১২ রানে এগিয়ে বাংলাদেশ
২২ এপ্রিল ২৫
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘দলে তো উনি একা খেলছেন না। ওনারই যে রান করতে হবে…রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২৭৩ রান করলে ৮২ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সম্ভাবনা জাগিয়েও সংগ্রহটা আড়াই শর বেশি করা যায়নি। দুই ইনিংসেই মুশফিক করেন চার রান।
তবুও মুশফিককে নিয়ে চিন্তিত নন মুমিনুল
২২ এপ্রিল ২৫
তবে বাকিদের ফর্মও আশাব্যাঞ্জক কিছু ছিল না। জাকের সবাইকেই দায়িত্ব নিতে বলছেন। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন জাকের। সে দিন অষ্টম উইকেটে ৯১ বলে ৩৫ রানের জুটিতে তাকে সঙ্গ দিয়েছিলেন হাসান মাহমুদ। ৫৮ বলে ১২ রান করেন তিনি।
হাসানের উদাহরণ টেনে জাকের বলেন, ‘ব্যাটসম্যান যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে করতে হবে।’
‘শেষ ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে। ও যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে। এ রকম ইনটেন্ট থাকল, সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।’