promotional_ad

দেবব্রত’র পাল্টা অভিযোগ, অডিও রেকর্ড প্রকাশের দাবি

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন দেবব্রত পাল, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারিদের মধ্যে গভীর দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই ঘটনায় গত কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটাঙ্গন উত্তপ্ত। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের নেতৃত্বে ৭জন এক পক্ষে। অন্যদিকে একা দেবব্রত পাল। গত ১৯ এপ্রিল ম্যাচ রেফারিদের সমন্বয় সভায় দেবব্রতের বিরুদ্ধে ‘অমার্জিত’ ব্যবহার এবং অসদাচরণের অভিযোগ তুলে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন ৭জন ম্যাচ রেফারি।

promotional_ad

এবার আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান এই ব্যাপারে ব্যবস্থা না নেয়ায় নিয়ামুর রশিদকে দায়ী করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বরাবর চিঠি দিয়েছেন দেবব্রত। ম্যাচ রেফারিদের সভায় তাকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছেন দেবব্রত। তিনি ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের বিরুদ্ধে উল্টো উচ্ছৃঙ্খলতা, অসদাচরণ ও হুমকি প্রদানের গুরুতর অভিযোগ সামনে এনেছেন।


এমনকি সেই মিটিংয়ের অডিও প্রকাশেরও দাবি তুলেছেন দেবব্রত। বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেবব্রত বলেন, ‘আম্পায়ার্স কমিটির প্রধান সেদিন বলেছিলেন এই সভার অডিও রাখা হোক। অডিও রেকর্ডেই যাবতীয় প্রমাণ আছে। আমি সেটি প্রকাশের দাবি জানাচ্ছি। তা প্রকাশ করা হলেই জানা যাবে আসলে কে সেদিন গালিগালাজ করেছিল।’


promotional_ad



দেবব্রত মনে করেন ন্যায্য কথা বলাতেই তার ওপর চড়াও হন নিয়ামুর রশিদ। তিনি বলেন, 'যদি কোনো প্লেয়ার অপরাধী হয় অবশ্যই সে শাস্তি পাবে। একেবারে ক্লিয়ার। যখন আমি প্রটোকল মেনে চলার কথা বলি তখন আন্তর্জাতিক ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল বলে ‘আপনি আঙুল উঁচিয়ে কথা বলছে কেন?’ অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেয়ার হুমকি দেন। উনি আমার বাবা-মাসহ কথা বলেছে যা অডিও রেকর্ডে আছে।'


দেবব্রত আরও যোগ করেন, 'আমি এটা শোনার পর উত্তেজিত হয়ে রুম থেকে বেরিয়ে যাই। তখন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান আমাকে ধরে নিয়ে যায় আমি চলে যাই। আমি আর কিছুই জানি না। পরবর্তীতে আমি চিন্তা করেছি এই ব্যাপারে আমার একটি লিখিত দেয়া প্রয়োজন। আমি একটু সময় নিয়েছি। আমি দেখতে চেয়েছি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান তিনি এই ব্যাপারে কী করেন। উনি গত তিনদিনে কিছুই করেননি। আজ সকালে আমি বোর্ড প্রেসিডেন্ট বরাবর চিঠি দিয়েছি সব কিছু উল্লেখ্য করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball