promotional_ad

চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানো হচ্ছে তাসকিনকে

অনুশীলনে তাসকিন আহমেদ, বিসিবি
ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচের দলে নেই তাসকিন। অবশ্য তার থাকার কারণও নেই। এই পেসার গোঁড়ালির চোটে ভুগছেন। কদিন আগেই বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানিয়েছিলেন এই পেসারের চোট কিছুটা গুরুতর।

promotional_ad

প্রয়োজনে তাকে বিদেশে পাঠানোরও পরামর্শ দিয়েছিলেন তিনি। তাসকিনের চোটকে গুরুত্বসহকারেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে ইংল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২৯ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন এই পেসার।


আরো পড়ুন

টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন

৮ এপ্রিল ২৫
সাদা পোশাকে তানজিম হাসান সাকিব

তাসকিনের চিকিৎসার জন্য এরই মধ্যে চিকিৎসকের সিরিয়াল নেয়া হয়েছে। তাসকিনের এই সফরে তার সঙ্গে থাকবেন বিসিবির চিকিৎসক দেবাশীষও। ইংল্যান্ডে ডাক্তার দেখানোর পরই জানা যাবে এই পেসারের চোট সারতে কতদিন লাগবে। এ ছাড়া অস্ত্রোপচারের প্রয়োজন হবে কিনা সেই ব্যাপারেও ধারণা পাওয়া যাবে।


promotional_ad

দেবাশীষ কদিন আগেই বলেছিলেন, 'পরামর্শের জন্য হয়তো বাইরে পাঠানো হতে পারে। তাসকিনের ট্রিটমেন্ট চলছে, তাকে খেলা থেকে দূরে রাখা হয়েছে। আরও ভালো কিছু করা যায় কি না এ ব্যাপারে আমরা আলোচনা করছি। এখন এই আলোচনা করে যদি একটা ভালো কিছু হয় তাহলে তো ভালো। এখন যদি ওরা (বাইরের ডাক্তার) বলে যে তারা দেখতে চায়, তাহলে যেতে হবে বাইরে।’


আরো পড়ুন

তবুও মুশফিককে নিয়ে চিন্তিত নন মুমিনুল

১৫ মিনিট আগে
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ মুশফিকুর রহিম, ক্রিকফ্রেঞ্জি

কদিন আগেই দেবাশিষ নিশ্চিত করেছিলেন তাসকিনের বাঁ পায়ের গোঁড়ালির হাড়ে অস্বাভাবিক বৃদ্ধি দেখা দিয়েছে। এটা ম্যানেজ করেই তাকে খেলা চালিয়ে যেতে হবে। ব্যথাটাও আসা যাওয়ার মধ্যেই থাকবে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফিরে তাসকিন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে নাম লিখিয়েছিলেন।


এরপর খেলেছেন তিনটি ম্যাচও। রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনটি করে উইকেট নিয়েছিলেন এই পেসার। আর ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে নিয়েছিলেন দুটি উইকেট। তবে এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। চোটের কারণে বিসিবির চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball