promotional_ad

ওয়ানডে নয়, পাকিস্তানে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

পাকিস্তানে ওয়ানডে নয়, শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, ফাইল ফটো
২০২৬ সালে আবারও বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন আসরের আয়োজক আবার উপমহাদেশের দুই দেশ ভারত ও শ্রীলংকা। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে হবে বিশ্বকাপটি। তাই তো এখন থেকেই দলগুলো নিজেদের সেভাবেই প্রস্তুত করতে উঠে পড়ে লেগেছে।

promotional_ad

এর আগে সেপ্টেম্বরে ভারতে হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেট। যদিও শেষ পর্যন্ত আসরটি হতে পারে দুবাইতে।  বিশ্বকাপ যেহেতু টি-টোয়েন্টি সংস্করণের, এশিয়া কাপেও টি-টোয়েন্টিই হবে। এমন অবস্থায় বাড়তি টি-টোয়েন্টি খেলার সুযোগ তৈরিতে ওয়ানডে সিরিজকেই ছেটে ফেলেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড।


আরো পড়ুন

আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে: সাকিব

৬ ঘন্টা আগে
ফাইল ছবি

ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী আগামী মে মাসে পাকিস্তান সফরে ৩টি করে ওয়ানডে ও ৩টি করে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু নতুন সূচিতে ও দুই বোর্ডের সমঝোতায় এখন ৩ ওয়ানডে ছেটে টি-টোয়েন্টি সিরিজে যুক্ত করা হয়েছে বাড়তি দুটি ম্যাচ। 



promotional_ad

অর্থাৎ দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডের পরিবর্তে সিরিজটা এখন হবে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের। আবার এফটিপির বাইরে জুলাই মাসে বাংলাদেশে এসে পাকিস্তানের খেলার কথা ছিল তিন ওয়ানডের সিরিজ। সেটিও এখন টি-টোয়েন্টি সিরিজ।  


আরো পড়ুন

দুই শতাধিক রান টপকাতে গিয়ে এবার ১০৫ রানেই শেষ পাকিস্তান

২৩ মার্চ ২৫
আগের ম্যাচে সেঞ্চুরি করলেও এবার এক রানে ফিরলেন হাসান নাওয়াজ, ফাইল ফটো

মিরপুরে এই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার সম্ভাব্য তারিখ ২০, ২২ ও ২৪ জুলাই। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে বাংলাদেশে এসে এই তিনটি ম্যাচ খেলবে বাবর-রিজওয়ানরা। আগামী জুনে শ্রীলঙ্কা সিরিজের আগে ওয়ানডে নেই বাংলাদেশের, পরবর্তী টি-টোয়েন্টি সিরিজও মে মাসে পাকিস্তানের বিপক্ষে।



 চ্যাম্পিয়নস ট্রফি শেষে জাতীয় দলের ক্রিকেটাররা এখন প্রিমিয়ার লিগ খেলায় ব্যস্ত। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজের প্রস্তুতি শুরুর সম্ভাব্য তারিখ ১১ এপ্রিল। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু ২৮ এপ্রিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball