মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিসিবির

বাংলাদেশ
মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিসিবির
ব্যাটিং অনুশীলনে মুশফিকুর রহিম, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ার শেষ করা মুশফিককে প্রশংসার ফুলঝুড়িতে ভাসিয়েছেন তারই সতীর্থরা। কেউ ভিডিও বার্তায়, কেউ ফেসবুস পোস্টে স্মরণ করেছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এই উইকেটরক্ষককে। মুশফিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।

এক বিবৃতিতে বিসিবি মুশফিকের অসামান্য নিবেদন, পেশাদারিত্ব ও দৃঢ় মানসিকতার প্রশংসা করেছে। একই বিবৃতিতে মুশফিককে শুভাকামনা জানিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদও।

তিনি বলেন, ‘মুশফিকুর রহিমের অধ্যবসায়, প্রতিশ্রুতি ও লড়াকু মানসিকতা তরুণদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের গৌরবময় মুহূর্তগুলোর কথা বললে তার নাম বারবার উঠে আসবে।’

তিনি আরও বলেন, ‘১৯ বছর ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলা এক অসাধারণ কীর্তি। এটি তার ধারাবাহিকতা ও মানসিক শক্তিরই প্রমাণ। আমি নিশ্চিত, ক্রিকেটের জন্য মুশফিকের এখনও অনেক কিছু দেওয়ার আছে, এবং আমরা আশা করি তিনি মাঠে ও মাঠের বাইরে আরও অনেক অবদান রাখবেন।’

২০০৬ সালের আগষ্টে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল মুশফিকের। কদিন আগে নিজের শেষ ওয়ানডে খেলেছেন পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭৪ ওয়ানডে খেলেছেন তিনি।

৯ সেঞ্চুরি ও ৪৯ হাফ সেঞ্চুরিতে ৩৬.২৬ গড়ে ৭ হাজার ৭৯৫ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ওয়ানডের আগে টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন তিনি। আপাতত টেস্ট খেলা চালিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন: মুশফিকুর রহিম