promotional_ad

প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ হলে সেই টুর্নামেন্টটা ভালোই যায়: কোহলি

দুবাইতে ব্যাটিং অনুশীলনে বিরাট কোহলি, ফাইল ফটো
আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ হওয়ার কারণেই বেশ স্বাচ্ছন্দ্যে আছেন বিরাট কোহলি। ভারতের এই ব্যাটিং মহাতারকা স্পষ্টই জানিয়ে দিলেন, প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ হলে তাদের পুরো টুর্নামেন্টও ভালো যায়।

promotional_ad

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপেও ভারতের প্রথম প্রতিপক্ষ ছিল সেই আসরের সহ-আয়োজক বাংলাদেশ। এরপর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও টাইগারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ভারত। এই দুটি আসরেই শিরোপা জিতে ভারত, অবধারিতভাবে দুই দলেই ছিলেন কোহলি।


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

৩ ঘন্টা আগে
আইসিসি

ব্রডকাস্ট চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, 'এর আগে বাংলাদেশের বিপক্ষে দুইবার আমরা প্রথম ম্যাচ খেলেছি। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুইবারই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাই তাদের (বাংলাদেশ) বিপক্ষে শুরুটা হলে সেই টুর্নামেন্ট আমাদের ভালো যায়। এবারও আশা করছি সেটাই হবে।'


এদিকে সাত বছরের বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শীর্ষ আট দল এই আসরে খেলায় প্রতি ম্যাচেই টানটান উত্তেজনা বিরাজ করে। এ কারণে এই টুর্নামেন্টের প্রতি বাড়তি ভালোবাসা কাজ করে কোহলির।



promotional_ad

তিনি আরও বলেন, 'অনেক বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। এই প্রতিযোগিতা আমার ব্যক্তিগত ভাবে খুব ভাল লাগে। কারণ, প্রথম আটে থাকা দল এই প্রতিযোগিতায় খেলে। (সুযোগ পেতে) তাই সারা বছরই ভালো খেলতে হয়। প্রথম সারির দলগুলো খেলায় টানটান লড়াই হয়।'


আরো পড়ুন

মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

৪ ঘন্টা আগে
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি বেশ ছোটো হওয়ায় কিছুটা দুশ্চিন্তাও আছে কোহলির। এসব আসরে সাধারণত হারলেই চাপ বহুগুণে বেড়ে যায়। সেই আশঙ্কার কারণে শুরু থেকেই সতর্ক থাকার ইঙ্গিত কোহলির।


'টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে চাপ নিয়ে খেলেছি সেটাই এখানে খেলতে চাই। কারণ, দুটি প্রতিযোগিতাই খুব ছোট। শুরু থেকেই জিততে হবে। একটা ম্যাচ খারাপ হলে চাপ বেড়ে যেতে পারে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের মানসিকতা নিয়েই এখানে খেলতে চাই।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball