প্রতিপক্ষ ভারত হলেও কোনো চিন্তা নেই শান্তর

ছবি: গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

ম্যাচের আগের দিন গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষ নিয়ে ভাবার চাইতে পরিকল্পনা বাস্তবায়নের দিকেই নজর দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। একইসঙ্গে মাঠেও শান্ত থাকতে চান তারা। যদিও ভারত-বাংলাদেশ ম্যাচের রোমাঞ্চের কথা স্বীকার করে নিয়েছেন শান্ত।
শান্ত-তানজিদের উইকেটকে ‘টার্নিং পয়েন্ট’ বলছেন হাসারাঙ্গা
৩ জুলাই ২৫
তিনি বলেন, 'ভারত বাংলাদেশের ম্যাচের তো একটা রোমাঞ্চ থাকেই। আমার মনে হয় যে প্লেয়াররা এটা নিয়ে (রোমাঞ্চ) খুব বেশি চিন্তা করে না। প্লেয়াররা নিজেদের পরিকল্পনা কীভাবে কাজে লাগাবে সেটা নিয়ে চিন্তা করে। আর মাঠে যত শান্ত থাকা যায় সেটা চেষ্টা করবে।'
গত দু'মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি সাতদল যার যার মতো করে ওয়ানডে সিরিজ খেলেছে, কিন্তু এ সময়ে ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত ছিল বাংলাদেশের ক্রিকেটাররা।

ভারতের মতো দলকে হারাতে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে বাংলাদেশকে, এমনটাও মনে করিয়ে দিয়েছেন শান্ত। যদিও সাম্প্রতিক সময়ে একেবারেই ওয়ানডে খেলেনি টাইগাররা। এমনকি পাকিস্তান শাহীন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হেরেছে তারা।
মিরাজের কাছে শামীমের পারফরম্যান্স ‘অবিশ্বাস্য’
৮ ঘন্টা আগে
শান্ত আরও বলেন, 'আমার মনে হয় সব বিভাগেই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে.. ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। কারণ সবশেষ কয়েক বছরে ওয়ানডেতে আমরা যেভাবে খেলছি, আমার মনে হয় আমরা ভালো দল। আপনি নিজেও বললেন কন্ডিশন প্রায় একই। যেভাবে নিজেদের প্রস্তুত করেছি তাতে আমরা আত্মবিশ্বাসী। আগামীকালের ম্যাচে ভালো কিছুর আশা করছি।'
বিশেষ করে টপ অর্ডারের ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা করছেন শান্ত। ভারতকে হারাতে হলে স্কোরবোর্ডে বিশাল রানের বিকল্প দেখছেন না তিনি।
শান্ত আরও বলেন, 'ওয়ানডেতে উইকেট যেরকম থাকবে আমরা ওরকমই খেলার চেষ্টা করব। আমার মনে হয় ওপরের দিকে যারা খেলে ওদের লম্বা ইনিংস খেলা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা উপরে ভালো শুরু করতে পারব তখন বড় রান করা সম্ভব। কালকে আসলে উইকেট, কন্ডিশন দেখার পরই আমরা ওভাবে সিদ্ধান্ত নেব। আমি বিশ্বাস করি আমাদের ওই ক্ষমতা আছে। আমাদের প্রস্তুতি অনুযায়ী আমরা ভালো অবস্থানে আছি।'