অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হারল বাংলাদেশ
ছবি: অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও জিততে পারল না বাংলাদেশের মেয়েরা, আইসিসি
অজিদের ভালো শুরুর পরও শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন বাংলাদেশের বোলাররা। একটা সময় জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে বাংলাদেশের পক্ষে আসেনি ম্যাচের ফল। ৮ উইকেটে হারানো অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিয়েছে মাত্র ৪ বল বাকি থাকতে। নেপালের বিপক্ষে জিতলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশের মেয়েদের।
বড় হার দিয়ে সিরিজ শুরু জ্যোতিদের
২০ জানুয়ারি ২৫কুয়ালালামপুরে জয়ের জন্য ৯২ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পায় অস্ট্রেলিয়ার মেয়েরা। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন ক্যাট পেলে ও ইনেস ম্যাকিওন। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ২৬ রান। নিশিতা আক্তার নিশির করা তৃতীয় ওভারের শেষের ডেলিভারিতে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে খেলতে চেয়েছিলেন ম্যাকিওন।
শর্ট স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ গেলেও সেটা লুফে নিতে পারেননি। সেই সময় রান নিতে চেয়েছিলেন ম্যাকিওন। তবে দুজনের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হয়েছে ১৪ রান করা এই ব্যাটারকে। এরপর জুটি গড়ে তোলেন পেলে ও লুচি হ্যামিল্টন। তারা দুজনে মিলে যোগ করেন ২৪ রান। পেলের বিদায়ে ভাঙে তাদের দুজনের জুটি।
জান্নাতুলের গুড লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে ওয়াইড লং অফে সুমাইয়া আক্তার সুবর্ণার হাতে ক্যাচ দিয়েছেন ১৬ রান করা পেলে। জুটি ভাঙার পর অস্ট্রেলিয়াকে চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। এক উইকেটে ৫০ রান তোলা অস্ট্রেলিয়া ৮৬ রান করতেই ৮ উইকেট হারায়। অর্থাৎ পরের ৩৬ রান করতে ৭ উইকেট হারাতে হয় অজিদের।
তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন অধিনায়ক হ্যামিল্টন। ম্যাচ জিততে শেষ ২ ওভারে ৫ রান প্রয়োজন ছিল ৫ রান। এমন সময় ১৯তম ওভারে এসে ৪ রান দিয়ে যান ফাহমিদা ছোঁয়া। শেষ ওভারে ১ রান নিতে ২ বল খেলতে হয় তাদের। ফলে ২ উইকেট এবং ৪ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন জান্নাতুল।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। সুবর্ণা, জুয়াইরিয়া ফেরদৌস, সাদিয়া ইসলাম, ফাহমিদা, জান্নাতুলরা ফিরেছেন দ্রুতই। ৪৭ রানে ৫ উইকেট হারানোর পর বাংলাদেশকে টেনে তুলেছেন আফিয়া। নবম ব্যাটার হিসেবে ফেরার আগে ২৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন টেগান উইলিয়ামসন, এলিনোর লারোসা এবং ব্রে।