promotional_ad

জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ছন্দ ধরে রেখে নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের, ফাইল ছবি
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়ে প্রস্তুতিটা ভালোভাবেই নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সেই ছন্দ ধরে রেখে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ নারী দলকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টাইগ্রেসদের জয়ের পথটা সহজ করে দিয়েছিলেন জান্নাতুল মাওয়া, নিশিতা আক্তার নিশিরা।

promotional_ad

তাদের বোলিংয়ের পাশাপাশি পাঁচ রান আউটে নেপাল গুটিয়ে যায় মাত্র ৫২ রানে। সহজ লক্ষ্য তাড়ায় দ্রুতই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে অধিনায়ক সুমাইয়া আক্তার ও সাদিয়া ইসলাম মিলে প্রতিরোধ গড়ে তোলেন। তারা দুজন ফিরলেও বাংলাদেশের জয় আটকাতে পারেনি নেপাল। ৫ উইকেটের জয়ে বিশ্বকাপের শুরুটা ভালো হলো বাংলাদেশের মেয়েদের।


আরো পড়ুন

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

২৬ ডিসেম্বর ২৪
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় সিরিজ খেলবেন বাংলাদেশের মেয়েরা, এসিসি

কুয়ালালামপুরে জয়ের জন্য ৫৩ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে চেয়েছিলেন সুমাইয়া আক্তার সুবর্ণা। এমনটা করতে গিয়ে প্রথম ওভারের তৃতীয় বলেই রচনা চৌধুরিকে উইকেট দিয়ে গেছেন ৪ রান করা এই ওপেনার। পরের ওভারে আউট হয়েছেন ফাহিমদা ছোঁয়া। রিয়া শর্মার বলে বোল্ড হয়ে ফিরতে হয়েছে তাকে। বেশিক্ষণ টিকতে পারেননি জুয়াইরিয়া ফেরদৌস।


রচনার অফ স্টাম্পের ডেলিভারিতে কভারে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন সাদিয়া। ডানহাতি ব্যাটারের ডাকে সাড়া দিয়ে রান আউট হয়ে ফিরতে হয়েছে জুয়াইরিয়াকে। তাড়াহুড়ো করতে গিয়ে ১১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে অবশ্য আর কোনো উইকেট হারাতে দেননি সুমাইয়া এবং সাদিয়া ইসলাম। যদিও অষ্টম ওভারে এসে উইকেট হারাতে হয়।


দারুণ ব্যাটিং করলেও পূজা মাহাতোর অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে সানা পারভীনের হাতে ক্যাচ দেন২৪ বলে ১৬ রান করা সাদিয়া। লম্বা সময় টিকে থাকা সুমাইয়া ফিরেছেন ১৬ রানে, সীমানার বলে পূজাকে ক্যাচ দিয়ে। বাংলাদেশের জয় নিশ্চিত করেন ৯ রান করা আফিয়া আশিমা ইরা ও ৫ রানে অপরাজিত থাকা জান্নাতুল। নেপালের হয়ে একটি করে উইকেট পেয়েছেন রচনা, রিয়া, সীমানা এবং পূজা।



promotional_ad

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের তোপের মুখে পড়ে নেপাল। ইনিংসের তৃতীয় ওভারে সাবিত্রী ধামিকে ফেরান নিশিতা আক্তার নিশি। ডানহাতি স্পিনারের লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে লিডিং এজ হয়ে নিশিতার হাতেই ক্যাচ দিয়েছেন সাবিত্রী। পাওয়ার প্লে শেষের আগে আউট হয়েছেন পূজা।


ফাইন লেগে ফেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন পূজা। তবে নন স্ট্রাইক প্রান্তে থাকা সানা পারভীন সাড়া না দেয়ায় রান আউট হয়ে ফিরতে হয়েছে ২ রান করা ব্যাটারকে। সনি পাখরিন, কিরান কুনওয়ারও ফিরেছেন দ্রুতই। বাকিদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখেছিলেন ওপেনার সানা। তাকে বিদায় করেছেন জান্নাতুল মাওয়া। ডানহাতি স্পিনারের বলে লেগ সাইডে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন সানা। 


ডানহাতি ওপেনার ফেরেন দলের হয়ে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলে। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেছেন সীমানা কেসি। তাদের দুজনের বাইরে জ্বলে উঠতে পারেননি আলিশা যাদব, তিরশানা বিশ্বকর্মারা। ফলে ১৮.২ ওভার ব্যাটিং করে মাত্র ৫২ রানে অল আউট হতে হয় নেপালকে। বাংলাদেশের হয়ে জান্নাতুল দুটি উইকেট নিয়েছেন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন নিশিতা. ফাহমিদা এবং আনিসা আক্তার সোবা।


সংক্ষিপ্ত স্কোর-



নেপাল অনূর্ধ্ব-১৯ নারী দল- ৫২/১০ (১৮.২ ওভার) (সানা ১৯, সীমানা ১০; জান্নাতুল ২/১১, আনিসা ১/৬, ফাহমিদা ১/৭, নিশিতা ১/১৩)


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল- ৫৩/৫ (১৩.২ ওভার) (সাদিয়া ১৬, সুমাইয়া ১২, আফিয়া ৯*; রিয়া ১/১০, সীমানা ১/১০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball