৪ মাসে তো ম্যাজিকাল কিছু করা যাবে না: ফারুক
ছবি: গণমাধ্যমে কথা বলছেন ফারুক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
ফারুক বিসিবির দায়িত্ব নেয়ার পর পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পরের সময়টা অবশ্য ভালো যায়নি টাইগারদের। পরের টেস্ট সিরিজে ভারতের মাটিতে টেস্টে ২-০ এবং টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হেরে আসে নাজমুল হোসেন শান্তর দল।
এর রেশ কাটতে না কাটতেই সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে বাংলাদেশ। তারপর ওয়েস্ট ইন্ডিজেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম টেস্টে ক্যারিবীয়দের কাছে বাজেভাবেই হারে বাংলাদেশ। পরের টেস্টেই অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
দারুণ জয়ে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে টাইগাররা। পরের সিরিজে আবারও ছন্দপতন। ওয়ানডেতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয় ৩-০ ব্যবধানে। এরপর টি-টোয়েন্টি সিরিজে আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তারা।
বছর শুরুর দিনে নিজের সার্বিক মূল্যায়ন করতে গিয়ে ফারুক বলেন, 'আপনি যদি শুধু পরিসংখ্যান দেখেন, এটা ছিল ভালো খারাপের সংমিশ্রণ। আমরা পাকিস্তানে দুটি সিরিজ জিতেছি, ভারতে দুটি টেস্টই হেরেছি। ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা করে টেস্ট জিতেছি আর হেরেছি। ঢাকায় আবার দুটি হোম সিরিজ হেরেছি। আবার টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের হারিয়েছি। এটা সংমিশ্রণ বলতে পারেন।'
'আমরা যাই করি ফলাফলের দিকটা ভেবেই করি, কিন্তু ফলাফল পেতে হলে আপনাকে কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া দরকার। প্রক্রিয়া যদি আমরা ঠিক করতে পারি, এটা কিন্তু লজিক্যাল সিকুয়েন্স যে ফলাফল আসবেই। আমার মাত্র চার মাস হয়েছে আপনি বললেন। চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না।'
বোর্ডে নিজের কাজ করার ধরন সম্পর্কেও ধারণা দেন ফারুক। বোর্ড কর্তাদের মতপ্রকাশের ক্ষেত্রে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন তিনি। একইসঙ্গে দেশের ক্রিকেটের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
ফারুক আরও বলেন, 'কিছু জিনিসে আমি জোর দিয়েছি, যেমন ক্রিকেটাররা যেটাই খেলুক বোর্ড থেকে এটা নিয়ে আমি বলেছি যে কিছুই বলা যাবে না কারো। আবার খেলোয়াড়রা যখন খুব ভালো খেলে, আগে দেখতাম ওরা ফেসবুক স্ট্যাটাস দিত, এগুলো এখন কমেছে।'
'আমার মনে হয় একটা অর্গানাইজেশনে এই কোওর্ডিনেশনটা খুবই প্রয়োজন, আমরা তো এক সঙ্গেই কাজ করি। যেমন আপনারা স্পোর্টস সাংবাদিক, আপনারা তো সমালোচনা করবেনই। তো এটা যদি গঠনমূলক হয় তাহলে আমাদেরও সুবিধা হয়।'