promotional_ad

ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারাতে তিন বিভাগেই পারফরম্যান্স চান সৌম্য

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি সিরিজে নিজেদের সেরাটা দিতে প্রত্যয়ী সৌম্য সরকার, বিসিবি
অ্যান্টিগায় হারলেও জ্যামাইকাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টেস্ট সিরিজে সমতা এনেছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে যেন নিজের ছন্দই খুঁজে পাননি সফরকারীরা। সবশেষ কয়েক বছরে কেবলমাত্র ৫০ ওভারের ক্রিকেটেই ধারাবাহিক মেহেদী হাসান মিরাজরা। ওয়ানডেতে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একেবারে হারতে ভুলে যাওয়া বাংলাদেশই কিনা এবার হোয়াইটওয়াশ।

promotional_ad

সেন্ট কিটসে প্রথম ম্যাচে লড়াইয়ের আভাস দিলেও শাই হোপ ও শেরফান রাদারফোর্ড মিলে সব ছাপিয়ে গেছেন। পরের ম্যাচে তো ব্যাটররা দাঁড়াতেই পারেননি। শেষ ওয়ানডেতে যখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই তখন সফরকারীদের পুঁজি ৩২১ রান। আমির জাঙ্গু, কেসি কার্টি ও গুড়াকেশ মোতির ব্যাটে সেটাও অনায়াসে পেরিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে তাই অধিনায়ক মিরাজ জানিয়েছিলেন, এমন হার বিশ্বাসই করতে পারছিলেন না তিনি। 


আরো পড়ুন

জোরাজুরি করে ‘বিপদ’ বাড়াতে চান না সৌম্য

১৮ জানুয়ারি ২৫
চোট কাটিয়ে মাঠে ফিরতে অনুশীলনে ফিরেছেন সৌম্য সরকার, রংপুর রাইডার্স

বিসিবি সভাপতি ফারুক আহমেদও হজম করতে পারছিলেন না বাংলাদেশের হার। তবে পুরো সিরিজে কোন ম্যাচেই একসাথে পারফর্ম করতে পারেননি ক্রিকেটররা। ব্যাটাররা ভালো করলেও বোলাররা ছিলেন মলিন। তিন ম্যাচেই ক্যাচ মিস কিংবা কয়েকটি বাজে ফিল্ডিং ভুগিয়েছে বাংলাদেশকে। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজকে সহজে হারাতে তিন বিভাগের কাছ থেকেই ভালো পারফরম্যান্স আশা করলেন সৌম্য সরকার।


বাঁহাতি এই ওপেনার বলেন, ‘পরশু থেকে আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কারা বড় দল, কারা ছোট দল সেটার থেকে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার, ৪০ ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা যদি তিনটি দিকেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো করতে পারি, দল হিসেবে ভালো করতে পারি আমরা আশাকরি তাদেরকে আরামসে হারাতে পারব। ওরা টি-টোয়েন্টিতে ভালো দল, ওদের থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করলে ম্যাচ জিততে পারব।’



promotional_ad

৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত তিনশ কিংবা  এর কাছাকাছি যেতে পারে না বাংলাদেশ। তবে প্রথম ওয়ানডেতে ২৯৪ রান করা সফরকারীরা শেষ ম্যাচে করেছিল ৩২১ রান। হোয়াইটওয়াশ হলেও তাই এটাকে ভালো দিক হিসেবে দেখছেন সৌম্য। তিনি বলেন, ‘আরেকটা জিনিস ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম কিন্তু লাস্ট দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো জিনিস আছে আমরা ব্যাটাররা তিনশ রান করছি, এটাও একটা ভালো দিক।’


আরো পড়ুন

লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

১২ জানুয়ারি ২৫
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতা বাংলাদেশ দল, ফাইল ফটো

টেস্ট সিরিজে সমতায় ফিরতে বল হাতে আলো ছড়িয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তাইজুল ইসলামরা। তবে ওয়ানডে সিরিজের পুরোটা জুড়েই মলিন ছিলেন না। শুরুতে বেশ কয়েকটি উইকেট এনে দিলেও মাঝের ওভারগুলোতে একেবারেই উইকেট তুলতে পারেননি তারা। যার ফলে ওয়েস্ট ইন্ডিজও সহজেই তিন ম্যাচে রান তাড়া করে জিতেছে। সৌম্য মনে করেন, ওয়ানডেতে ভালো না হলেও বোলাররা টি-টোয়েন্টিতে কামব্যাক করবেন। 


সৌম্য বলেন, ‘আমাদের বোলাররা সবসময় ভালো করে আসতেছিল এই সিরিজে হয়ত তারা একটু স্ট্রাগল করেছে। আমি আশা করি তারা সামনের টি-টোয়েন্টিতে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই যেহেতু আমরা ওয়ানডেতে ৩০০ রান করছি এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball