promotional_ad

৩২১ রান করেও বাংলাদেশের হার, হজম করতে পারছেন না ফারুক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের হারে হতাশ বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশের করা ৩২১ রান পেরিয়ে যেতে রেকর্ড করতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। কেসি কার্টি, আমির জাঙ্গুর ও গুড়াকেশ মোতির ব্যাটে সেটাই করেছে স্বাগতিকরা। সেন্ট কিটসে এত বড় পুঁজি গড়েও হারতে হবে বাংলাদেশকে, এমনটা বিশ্বাস করতে পারছিলেন না মেহেদী হাসান মিরাজ। বোর্ড সভাপতি ফারুক আহমেদও প্রায় একই সুরেই আক্ষেপ করলেন। বিসিবি প্রধানের জানিয়েছেন, তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের হার হজমই করতে পারছেন না তিনি।

promotional_ad

তানজিদ হাসান তামিম ও লিটন দাস দ্রুত ফিরলেও সৌম্য সরকার ও মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। যদিও তারা দুজনই সাজঘরের পথে হেঁটেছেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। পরবর্তীকে সফরকারীদের পুঁজি ৩২১ করতে বড় ভূমিকা রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। তারা দুজনেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখাও। 


আরো পড়ুন

এর মানে এই না যে প্লেয়াররা পয়সা পাবে না, পারিশ্রমিক নিয়ে ফারুক

১ জানুয়ারি ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ফারুক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

এমন পুঁজি পাওয়ার পর বোলিংয়েও শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের যখন ১৪.১ ওভারে ৮৬ রান ততক্ষণে ব্রেন্ডন কিং, এভিন লুইস, শাই হোপ ও শেরফান রাদারফোর্ডকে বিদায় করেছিলেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদরা। ছন্দে থাকা ব্যাটারদের ফিরিয়ে দেয়ায় বাংলাদেশের জয় পাওয়াটা ছিল কেবলই সময়ের ব্যাপার। তবে সব দৃশ্যপট পাল্টে গেছে কেসি কার্টি ও আমির জাঙ্গুর শতরানের জুটিতে।



promotional_ad

কার্টি ৯৫ রানে ফিরলেও অভিষিক্ত আমির অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলে মাঠ ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়ে। তাকে সঙ্গ দিয়েছিলেন গুড়াকেশ মোতি। ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারা বাংলাদেশকে হোয়াইটওয়াশও হতে হয়েছে। এমন হারে হতাশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি।


আরো পড়ুন

লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

১২ জানুয়ারি ২৫
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতা বাংলাদেশ দল, ফাইল ফটো

এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘আমার মনে হয় ক্রিকেট খেলাটাই এরকম। ওয়েস্ট ইন্ডিজ যখন আমাদের কাছে ১১টা ম্যাচ হেরেছে তখন নিশ্চয় আমাদের চেয়ে ওদের হতাশাটা বেশি ছিল। আমি তাও বলতে চাচ্ছি প্রথম দুই ম্যাচ ঠিক আছে ভিন্ন উইকেট। ওরা এই উইকেটে খেলে অভ্যস্ত। ওইটা আমার কাছে মনে হয়েছে ঠিক আছে। কিন্তু কালকের ম্যাচটা হজম করা কঠিন, আমরা জিততে পারলাম না।’



ব্যাটিং উইকেটে বাংলাদেশের বোলিং নিয়েও আক্ষেপ করেছেন ফারুক। বোর্ড প্রধান বলেন, ‘আপনি উইকেট দেখুন, আমার মনে হয় এই উইকেটে বোলিং কিছুই হচ্ছিল না। এর মধ্যে একটা-দুইটা গুরুত্বপূর্ণ ক্যাচ হয়ত আমরা ছেড়েছি। আমিও চিন্তা করিনি কালকের ম্যাচটা হারব। আমরা আমাদের সবচেয়ে শক্তির জায়গায় পারিনি। যদিও আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলছি বুঝতে হবে। আমাদের ওই বেশিরভাগ ম্যাচগুলো হয়ত ঢাকায় কিংবা অন্য কোথাও খেলেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball