
বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলবেন অশ্বিন
বিগ ব্যাশ লিগে (বিবিএল) ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি চুক্তি সম্পন্ন করেছে সিডনি থান্ডার। ভারতের সাবেক অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ২০২৫ সালের জানুয়ারিতে ক্লাবটির হয়ে মাঠে নামবেন।
বিগ ব্যাশ লিগে (বিবিএল) ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি চুক্তি সম্পন্ন করেছে সিডনি থান্ডার। ভারতের সাবেক অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ২০২৫ সালের জানুয়ারিতে ক্লাবটির হয়ে মাঠে নামবেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নেয়ার সময়ই বিশ্বের অন্য লিগে খেলার কথা জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দেশের ও আইপিএলের বাইরে ডানহাতি স্পিনারের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার শুরুটা হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টি দিয়ে। সংযুক্ত আরব আমিরাতের সেই টুর্নামেন্টর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও দেখা যাবে তাকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) না খেলে বিগ ব্যাশে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছেন রিশাদ হোসেন। ক্যারিয়ারের উন্নতির জন্য এমনটা চেয়েছেন এই লেগস্পিনার। তার চাওয়াকে প্রাধান্য দিয়ে বিগ ব্যাশের পুরো মৌসুমের জন্য তাকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকফ্রেঞ্জিকে এই বিষয়টি নিশ্চিত করেছে বোর্ডের একটি সূত্র।
কদিন আগেই ভারতের সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর থেকেই ভারতের বাইরে লিগগুলোতে খেলার জন্য উন্মুক্ত হয়ে গেছেন তিনি। সম্ভাবনা উঁকি দিচ্ছে এই অলরাউন্ডার বিগ ব্যাশে খেলারও। এমনটা হলে তিনিই প্রথম বিগ ব্যাশে খেলা হাই প্রোফাইল ভারতীয় ক্রিকেটার হবেন।
মেলবোর্ন স্টার্সের ঘরের ছেলে হয়ে উঠেছেন হারিস রউফ। ২০১৯ সাল থেকে বিগ ব্যাশের এই দলটির হয়ে খেলছেন এই পাকিস্তানি পেসার। ফ্র্যাঞ্চাইজিটির জার্সিতে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে ৩৬ উইকেট নিয়েছেন তিনি।
বিগ ব্যাশের সবশেষ আসরে ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের জন্য গত মৌসুমে খেলতে যেতে পারেননি তরুণ লেগ স্পিনার। বিগ ব্যাশের আগামী মৌসুমের জন্যও রিশাদেই ভরসা রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
বিগ ব্যাশের সবশেষ আসরে ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের জন্য গত মৌসুমে খেলতে যেতে পারেননি তরুণ লেগ স্পিনার। বিগ ব্যাশের আগামী মৌসুমের জন্যও রিশাদেই ভরসা রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। হোবার্টের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের পরামর্শেই তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি নিশ্চিত করেছেন স্যালিয়ান বিমস।
২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশ লিগের (বিবিএল) বিদেশি ক্রিকেটারদের ড্রাফট থেকে দল পেয়েছেন পাকিস্তানের ছয় ক্রিকেটার। প্রথমবার বিবিএলে পুরো মৌসুম খেলার জন্য নাম লেখানো শাহীন শাহ আফ্রিদিকে প্রথম রাউন্ডে দলে নিয়েছে ব্রিসবেন হিট।
বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশ মাতাতে দেখা যাবে বাংলাদেশের এই লেগ স্পিনারকে। মেলবোর্নে বিগ ব্যাশের ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে আসরটির বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।
আইপিএল, এলপিএল ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট পিএসএলের মতো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা থাকলেও এখন পর্যন্ত বিগ ব্যাশে খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টুর্নামেন্ট খেলতে আগামী আসরের প্লেয়ার্স ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের এই পেসার। আগামী ১৯ জুন মেলবোর্নে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
আগের দিনই একটি ছবি পোস্ট করে ইঙ্গিত দিয়ে রেখেছিল সিডনি সিক্সার্স। শুক্রবার তারা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিগ ব্যাশের আসন্ন মৌসুমের জন্য বাবর আজমকে দলে নিয়েছে তারা। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই পাকিস্তানের।
২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন। এরই মধ্যে বিশ্বের তারকা সব ক্রিকেটার নাম দিয়েছেন এই জনপ্রিয় লিগের ড্রাফটে। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের চার তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ ও শাদাব খান।