বিগ ব্যাশের ড্রাফটে আফ্রিদিসহ ৪ পাকিস্তানি তারকা

ফ্র্যাঞ্চাইজি লিগ
বিগ ব্যাশের ড্রাফটে আফ্রিদিসহ ৪ বিদেশি তারকা
শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ান, পিএসএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২৪-২৫ মৌসুমের বিগ ব্যাশের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন। এরই মধ্যে বিশ্বের তারকা সব ক্রিকেটার নাম দিয়েছেন এই জনপ্রিয় লিগের ড্রাফটে। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের চার তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ ও শাদাব খান।

আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা নেই পাকিস্তানের। ফলে এই চার ক্রিকেটারকেই দেখা যেতে পারে পুরো বিগ ব্যাশে। এই চারজনের বাইরে আরও ক্রিকেটারের নাম জমা দেয়ার সুযোগ রয়েছে। ফলে মূল ড্রাফটে পাকিস্তানি ক্রিকেটারদের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বিগ ব্যাশে প্রাথমিকভাবে কোনো বাংলাদেশি ক্রিকেটার নাম দেননি। তবে চূড়ান্ত ড্রাফটে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের থাকারও সম্ভাবনা রয়েছে। সর্বশেষ মৌসুমে লেগ স্পিনার রিশাদ হোসেনকে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে সেই টুর্নামেন্টে খেলা হয়নি তার।

এরই মধ্যে দলগুলো নিজের পছন্দের খেলোয়াড়কে দলে ভেড়াতে বিভিন্ন হিসেবে নিকেশে ব্যস্ত সময় কাটাচ্ছে। জানা গেছে ব্রিসবেন হিটের নজরে আছেন আফ্রিদি। তবে তার দিকে চোখ রাখছে বিগ ব্যাশের আরেকটি দল অ্যাডিলেড স্ট্রাইকার্সও।

ক্রিকেট ডট কম ডট এইউ এক প্রতিবেদনে ড্রাফটে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারের নাম উল্লেখ্য করেছে। এর মধ্যে রয়েছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার স্যাম কারান ও অ্যালেক্স হেলস। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে টিম সাউদি ও লকি ফার্গুসন নাম দিয়েছেন ড্রাফটে। এর বাইরে শ্রীলঙ্কার কুশল পেরেরা ও ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের নাম আছে।

কারান ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন। সম্প্রতি আইপিএলেও পারফর্ম করেছেন তিনি। খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। মেলবোর্ন স্টার্সে আছেন তার ভাই টম কারান। একই দলের হয়েই তাদের এবার খেলতে দেখা যেতে পারে।

এদিকে বিগ ব্যাশের দলগুলোর চোখ থাকতে পারে জোসেফের ওপরও। দুই বছর আগে গ্যাবা টেস্টে বীরোচিত পারফরম্যান্সের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় খেলেছেন আইপিএলেও।

আরো পড়ুন: বিগ ব্যাশ