প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করে কাতারের দোহায় চার-ছক্কার বৃষ্টি ঝরিয়েছেন বাংলাদেশের তরুণ এই ওপেনার। ২৪ বলে ৮৮ রান—স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়তে সোহানের প্রয়োজন ছিল ২ বলে ১২ রান। তিন বলে সেটা করতে পারলেও যৌথভাবে সবার উপরে থাকতেন তিনি। তবে ডানহাতি ব্যাটারের সেটা করতে পারেননি। সেঞ্চুরি পেতে সোহানের খেলতে হয়েছে ৩৫ বল।
কিঞ্চিত শাহর বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সোহান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। সাহিল চৌহানকে ছাড়িয়ে যেতে না পারলেও রোহিত শর্মা-ডেভিড মিলারদের মতো ক্রিকেটারদের পাশে নিজের নাম লিখিয়েছেন সোহান। ২০১৭ সালে পচেস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন সাউথ আফ্রিকার মিলার।
২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সমান বলে। ৩৫ বলে সেঞ্চুরি আছে মার্টিন গাপটিল, খুশদিল শাহ, ডেওয়াল্ড ব্রেভিস এবং বৈভব সূর্যবংশীর। বিশ্ব রেকর্ড গড়তে না পারলেও স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন সোহান। ছাড়িয়ে গেছেন পারভেজ হোসেন ইমনকে।
২০২০ সালের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফরচুন বরিশালের হয়ে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি এই ওপেনার। তিনি এখন নেমে গেলেন দুই নম্বরে। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি আছে পারভেজ ইমনের। তালিকার তিনে আছেন লিটন দাস। ২০২৫ বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের হয়ে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ডানহাতি এই ব্যাটার।