মেজর লিগের পর্দা উঠছে ১৮ জুন, ফাইনাল ১৮ জুলাই

মেজর লিগের ৬ দলের অধিনায়করা
মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চতুর্থ আসরের পর্দা উঠছে আগামী বছরের ১৮ জুন থেকে। এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ জুলাই। আগের আসরের মতো এবারও ছয় দলের এই টুর্নামেন্টে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে সিজন ফোরের সময়সূচি ঘোষণা হলেও এখনো যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) আনুষ্ঠানিকভাবে জানায়নি আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেসের (এসিই) সঙ্গে তাদের চুক্তি পুনর্বহাল থাকছে কিনা।

promotional_ad

আগের আসরগুলোতে তারাই টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্বে ছিল। এদিকে ২০২৫ সালের তৃতীয় আসর থেকে এমএলসি জুন-জুলাই উইন্ডো বেছে নিচ্ছে যাতে বিশ্বের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সঙ্গে সংঘর্ষ না হয়। এতে বড় আকারের তারকা খেলোয়াড়দের পাওয়া সহজ হয়েছে।


আরো পড়ুন

ওয়াশিংটনকে হারিয়ে এমআই নিউ ইয়র্কের ঘরে মেজর লিগের শিরোপা

১৪ জুলাই ২৫
এমআই নিউ ইয়র্কের শিরোপা উদযাপন

২০২৩ সালে প্রথম আসরে ম্যাচ ছিল ১৯টি, ২০২৪ সালে বেড়ে হয় ২৫টি। ২০২৫ থেকে টুর্নামেন্টটি ৩৪ ম্যাচে রূপ নেয়। এমএলসি প্রধান নির্বাহী জনি গ্রেভ জানিয়েছেন তারা আশাবাদী মেজর লিগ ক্রিকেটকে বিশ্ব দরবারে আরও জনপ্রিয় করে তোলার ব্যাপারে।


promotional_ad

তিনি বলেন, 'তৃতীয় আসরটি প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রে শীর্ষ পর্যায়ের ক্রিকেটের চাহিদা সত্যিই বাড়ছে। এমএলসি নতুন ভক্ত, দর্শক ও মনোযোগ আকর্ষণ করেছে। শুধু যুক্তরাষ্ট্রে নয়, বরং বিশ্বজুড়ে। আমরা যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসার ঘটাতে এবং নতুন ও পুরনো বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি।'


আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেস ২০৩০ সালের মধ্যে দশটি আন্তর্জাতিক মানের ভেন্যু তৈরির লক্ষ্যে কাজ করছে, যেখানে ১৫০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সেই সঙ্গে মেজর লিগে ২০২৭ সালের মধ্যে আরও দুটি দল যুক্ত করার পরিকল্পনা রয়েছে।


পাশাপাশি কানাডায় দলগুলোর অংশগ্রহণের পথ খুঁজছে মেজর লিগের আয়োজকরা। ২০২৫ সালের মেজর লিগের শিরোপা জিতেছিল এমআই নিউ ইয়র্ক। ফাইনালে তারা ওয়াশিংটন ফ্রিডমকে ৫ রানে হারিয়ে তিন আসরে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball