ওয়াটসনের কোচিংয়ে প্রথম মৌসুমে স্যান ফ্র্যান্সিসকো ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছিল। তবে পরের বছরই দলটি পৌঁছায় ফাইনালে। আর সর্বশেষ আসরে খেলে প্লে-অফে। ধারাবাহিক উন্নতিই প্রমাণ করেছে ওয়াটসনের কাজের প্রভাব।
তবে নতুন মৌসুমে অন্য পথে হাঁটছে স্যান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস। এখনও নতুন কোচের নাম জানানো না হলেও, দলটি জানিয়েছে তারা বছরব্যাপী কোচিং কাঠামোর দিকে যাচ্ছে। এই পরিবর্তনের কারণেই ওয়াটসনের সঙ্গে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নিয়েছে তারা।
দলের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, 'প্রথম প্রধান কোচ হিসেবে শেন ছিল আমাদের সহজাত পছন্দ এবং দলটিকে শূন্য থেকে গড়ে তোলায় সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিন মৌসুমের দায়িত্বে শেনের নিবেদনের জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। তার সামনের পথচলায় প্রতিটি সাফল্যের জন্য তার প্রতি থাকবে শুভ কামনা।'
ওয়াটসনের সামনে এখন ধারাভাষ্য ও অন্যান্য কোচিং দায়িত্বের ব্যস্ত সূচি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ ছিলেন তিনি। পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন।
বিগ ব্যাশ লিগেও নানা দায়িত্বে যুক্ত ছিলেন এই সাবেক অলরাউন্ডার। ফলে স্যান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস ছাড়লেও ওয়াটসনের কোচিং যাত্রা থেমে থাকছে না। নতুন মঞ্চে, নতুন ভূমিকায় তাকে আবারও দেখা যাবে ক্রিকেট দুনিয়ায়।