promotional_ad

বিদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ছাড়ার সময় জানাল রাজশাহী

দুর্বার রাজশাহীর হয়ে ব্যাটে-বলে পারফর্ম করেছেন রায়ান বার্ল, ক্রিকফ্রেঞ্জি
শেষের তিন ম্যাচে রংপুর রাইডার্স ও ‍সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে সেরা চারে যাওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবেই ছিল দুর্বার রাজশাহী। নিজেদের ম্যাচ না থাকলেও সেরা চারের আশায় হোটেলে অবসর সময় পার করছিলেন দলটির ক্রিকেটাররা। তবে ১ ফেব্রুয়ারি দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খুলনা টাইগার্সের জয়ে বিপিএল শেষ হয়েছে রাজশাহীর।

promotional_ad

নেট রান রেটে এগিয়ে থাকায় তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়দের টপকে নিজেদের এলিমিনেটর খেলা নিশ্চিত করেছে খুলনা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় দেশে ফেরার তাড়ায় ছিলেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। ২ ফেব্রুয়ারি পারিশ্রমিক দেয়ার কথা থাকলেও তাদেরকে ফোনে পাচ্ছিলেন না তারা। এমনকি দেশে ফেরার জন্য বিমানের টিকিটও দেয়া হচ্ছিল না তাদের। 


আরো পড়ুন

সিলেটকে হারিয়ে প্লে-অফের আরও কাছে রাজশাহী

২৭ জানুয়ারি ২৫
আকবর আলী ও রায়ান বার্লের জুটিতেই দুর্বার রাজশাহীর জয়, ক্রিকফ্রেঞ্জি

এমন অবস্থায় হোটেলে অনিশ্চিত সময় পার করছিলেন রায়ান বার্ল-মোহাম্মদ হারিসের মতো ক্রিকেটাররা। সারাদিনের সমালোচনার পর বিকেল নাগাদ বিদেশি ক্রিকেটারদের দেশ ছাড়ার ব্যবস্থা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এক বিবৃতিতে রাজশাহীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়, ২ ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটায় ইথিওপিয়ান এয়ারলাইনসে করে হারাতে ফিরবেন জিম্বাবুয়ের অলরাউন্ডার বার্ল। 



promotional_ad

হারিসকে দেশে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সমস্যা সমাধানের পর ৩ ফেব্রুয়ারি দুুপুর ১ টা ৪০ মিনিট নাগাদ থাই এয়ারলাইনসে চড়ে লাহোরের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন হারিস। পাকিস্তানের তরুণ ওপেনারের সঙ্গে একই দিনে দেশে ফিরবেন রাজশাহীর প্রধান কোচ ইজাজ আহমেদ।


আরো পড়ুন

রাজশাহীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন সামারকুন

৫১ মিনিট আগে
দুর্বার রাজশাহীর হয়ে একটি ম্যাচ খেলেছেন লাহিরু সামারকুন

টুর্নামেন্টের মাঝ পথে রাজশাহীর হয়ে বিপিএল খেলতে এসেছিলেন মিগুয়েল কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার বাংলাদেশ ছাড়বেন ৫ ফেব্রুয়ারি। তবে মার্ক দেয়াল এবং আফতাব আলমের মতো ক্রিকেটারদের এখন পর্যন্ত টিকিট দিতে পারেননি তারা। এ ছাড়া তাদের সবার পারিশ্রমিক বুঝিয়ে দেয়া হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়।



বিপিএলের পুরো আসরে জুড়ে পারিশ্রমিক ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাজশাহী। চট্টগ্রাম পর্বে পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট করেছিলেন স্থানীয় ক্রিকেটাররা। ঢাকায় ফিরে একই কারণে রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে আসেননি বিদেশি ক্রিকেটাররা। ফলে বিপিএলের টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমতি নিয়ে সেদিন ১১ জন স্থানীয় ক্রিকেটার নিয়ে খেলতে নেমেছিল রাজশাহী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball