বাংলাদেশ 'এ' দলে থাকা ক্রিকেটারদের জন্যও তাই টপ এন্ড সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেখানে পারফরম্যান্স করেই জাতীয় দলে ফিরতে পারেন সাইফ হাসান, সোহান ও আফিফ হোসেন ধ্রুবরা। তাদের পারফরম্যান্স যাচাই করতেই অস্ট্রেলিয়ায় আছেন আব্দুর রাজ্জাক।
টুর্নামেন্টের মাঝপথে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে জাতীয় দলের এই নির্বাচক জানিয়েছেন 'এ' দলে থাকা সবারই সুযোগ আছে জাতীয় দলে জায়গা করে নেয়ার। সেকথা জানিয়ে রাজ্জাক বলেন, 'এটা হচ্ছে আমাদের 'এ' টিম। তো 'এ' টিমের সবার জন্যই সুযোগ আছে যে জাতীয় টিমে খেলার জন্য। তো এখানে যারা যারাই খেলবে, যারাই খেলছে, তাদের সবারই ভালো সম্ভাবনা আছে দেখেই কিন্তু তারা 'এ' টিমে খেলছে আরকি।'
রাজ্জাক জানিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন তিনি। বিশেষ করে জিসান আলমের ব্যাটিং খুবই ভালো লেগেছে তার। নেপালের বিপক্ষে ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। রাজ্জাক মনে করেন তার ব্যাটিংয়ের কারণেই বাংলাদেশ 'এ' দল লড়াইয়ের সংগ্রহ পেয়েছিল।
জিসানের প্রশংসা করে রাজ্জাক বলেন, 'জিসান আলম খুবই ভালো ব্যাটিং করছে সর্বশেষ ম্যাচ। এমনকি প্রথম ম্যাচেও শুরুটা ওর খুবই ভালো ছিল, দারুণ ছিল। ও সাধারণত যেভাবে খেলে থাকে সেভাবে। আর গত ম্যাচে তো আসলে রানই করেছে পুরা। বলতে গেলে ওর উপর নির্ভর করেই আসলে আমাদের এই বড় স্কোরটা হয়েছে।'
এর বাইরে আফিফ ও সাইম হাসানের ব্যাটিংও ভালো লেগেছে রাজ্জাকের। নাইম সম্প্রতি বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন। তবে খুব একটা ভালো করতে পারেননি। আসন্ন এশিয়া কাপে এই ওপেনার দলে থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাজ্জাক এই দুজনকে নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, 'সবাই, টুকটাক রান করছে, আফিফ ভালো ব্যাটিং করেছে, সাইফ হাসান কিছুটা ভালো করছিল, নাইম শেখ ভালো শুরু করেছিল।'
সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নুরুল হাসান সোহানকে নিয়ে। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের আগেই তার জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল। তবে তাকে বাদ দিয়েই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করা হয়। সোহান তখন খেলেছেন গ্লোবাল সুপার লিগে। এরপর পাকিস্তান সিরিজেও সুযোগ হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের।
সোহানের নেতৃত্বে গ্লোবাল সুপার লিগে রানার্স আপ হয়েছে রংপুর রাইডার্স। নেদারল্যান্ডস সিরিজের প্রাথমিক স্কোয়াডে অবশ্য সুযোগ হয়েছে তাঁর। সোহানের অধিনায়কত্বের প্রশংসা করেছেন রাজ্জাক। জানিয়েছেন ভবিষ্যতে হয়তো সুযোগ আসতেও পারে তার জাতীয় দলের অধিনায়কত্ব করার।
সোহানের অধিনায়কত্ব নিয়ে রাজ্জাক বলেন, 'ও এখন কিন্তু জাতীয় দলের বাইরে। তো কোনো একটা মানুষ তো ঢুকে জাতীয় দলের অধিনায়ক হয়ে যাবে না ঢুকেই। বা ক্যাপ্টেন হয়ে ঢুকবে না। তো ওর ক্যাপ্টেনশিপ করার সামর্থ্য আছে। তো যদি ওরকম সুযোগ-সুবিধা আসে, ও অবশ্যই করবে বাংলাদেশের জন্য, করবে না কেন?'