২০২৩ এর বাংলাদেশের সঙ্গে বর্তমানের অনেক ফারাক দেখছেন ডাচ কোচ

রায়ান ভ্যান নিকার্ক ( ডাচ সহকারী কোচ)
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। এই বিশ্ব আসরের আগে উপমহাদেশের মাটিতে একটি সিরিজ খেলার সুযোগ হেলায় হারাতে চায়নি নেদারল্যান্ডস। তাই বাংলাদেশের প্রস্তাব লুফে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসে তারা। সিরিজ জেতার চেয়ে এই সিরিজের শিক্ষাই তাদের কাছে বেশি বড়।

promotional_ad

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে ৮ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের হারই যার প্রমাণ। এমন পারফরম্যান্সের পরও তারা হতাশ হচ্ছে না। দলটির সহকারী কোচ রায়ান ভ্যান নিকার্ক জানিয়েছেন পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে নিয়মিত খেলতে চান তারা।


আরো পড়ুন

আফগানিস্তান হোম অ্যাডভান্টেজ পেলেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী বুলবুল

৮ মিনিট আগে
ফাইল ছবি

সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'আমরা আমাদের দল নিয়ে গর্বিত। বাংলাদেশের মতো শীর্ষ দশের একটি দলের বিপক্ষে খেলাটা একটা বিরাট সুযোগ। আমরা ক্রিকেটের দেশ হিসেবে এখানেই থাকতে চাই, বিশ্বের সেরা সাদা বলের দলগুলোর বিপক্ষে খেলতে চাই। তাই সেই দৃষ্টিকোণ থেকে, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমরা মাঠে নামব এবং একটি কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেব।'


২০২৩ বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে দারুণ জয়ের কীর্তি আছে নেদারল্যান্ডসের। তবে সেই সময় বাংলাদেশ দলও পারফর্ম করতে পারছিল না। সেই দলের অনেকেই নেই। অনেক ক্রিকেটার নিয়েছেন অবসরও। বাংলাদেশ দল এখন অনেক পরিণত বলে মনে করেন নিকার্ক। বাংলাদেশের বর্তমান দলটির বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং মানছেন তিনি।


promotional_ad



আরো পড়ুন

কাইল ক্লেইন— রন্ডেবশ স্কুলের ‘ক্রিকেট ফ্যাক্টরি’ থেকে ডাচদের ভবিষ্যত

৬ সেপ্টেম্বর ২৫
ফাইল ছবি

ডাচ সহকারী কোচ বলেন, '২০২৩ বিশ্বকাপে ভারতে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছিলাম এবং কলকাতায় একটি ভালো ফলও পেয়েছিলাম। আমরা তাদের ফিল্ডিংয়ে অ্যাথলেটিসিজমের উন্নতির বিষয়টি লক্ষ্য করেছি। ব্যাটিংয়েও তারা অনেক স্মার্ট, তারা ভালো অপশন বেছে নেয় এবং আগের মতো অসংলগ্ন নয়। আবার, তারাও সব সময় উন্নতি করতে চায়। তাদের হাতে একদল ভালো খেলোয়াড় আছে। কিছু তরুণ ডাইনামিক ব্যাটার সিস্টেম থেকে উঠে এসেছে, যারা বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলতে চায়, তাতে নিজেদের ছাপ রাখছে। এমন একটি ভালো দলের বিপক্ষে খেলাটা আমাদের জন্য একটি দারুণ চ্যালেঞ্জ।'


বাংলাদেশ দলের উন্নতির চিত্র বেশ ভালোই নজরে রেখেছেন নিকার্ক। তিনি মনে করেন বাংলাদেশের ডানহাতি ও বাঁহাতি বোলারের যে বৈচিত্র তা বাংলাদেশকে এগিয়ে রেখেছে। এর পাশাপাশি তাসকিনের গতি ও মুস্তাফিজের বোলিং কারিশমাও বাংলাদেশের সাফল্যে ভূমিকা রাখছে। তবে বাংলাদেশকে দল হিসেবে আরও ভালো করতে হলে ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে সেটা মনে করিয়ে দিয়েছেন নেদারল্যান্ডস কোচ।


নিকার্ক বলেন, 'সাদা বলের ক্রিকেটে অনেক দলই একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। বাংলাদেশ ব্যাটিংয়ে যে ধারাবাহিকতা দেখাচ্ছে, তা তাদের ভালো অবস্থানে রাখবে। তাদের বোলিং লাইনআপে খুব ভালো বৈচিত্র্য রয়েছে, যেমন বাঁ-হাতি ও ডান-হাতি বোলিংয়ের অপশন। তাদের তাসকিন আছে যে ১৩৫-এর বেশি গতিতে বল করে। তারপর 'ফিজ' আছে যে তার সব বৈচিত্র্য নিয়ে আসে। এবং তাদের মেহেদী আছে, যার অফ-স্পিন নতুন বলে খুবই মূল্যবান এবং সে ইনিংসের যেকোনো সময় বল করতে পারে। সুতরাং, আপনি যখন তাদের আক্রমণের বৈচিত্র্য দেখবেন, আমার মনে হয় তারা সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করবে। যদি কিছু তরুণ ব্যাটাররা দায়িত্ব নিতে পারে, যেমনটা তারা এই সিরিজে করেছে, আমি মনে করি এশিয়া কাপে তাদের ভালো সুযোগ থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball