বাংলাদেশকেও কৃতিত্ব দিলেন আফগানিস্তান কোচ

বাংলাদেশ
বাংলাদেশকেও কৃতিত্ব দিলেন আফগানিস্তান কোচ
আফগানিস্তান কোচ জোনাথন ট্রট
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে পেন্ডুলামের মতো ঝুলছিল তিন দলের ভাগ্য। শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। সঙ্গে বাংলাদেশ দলও পেয়েছে সুপার ফোরের টিকিট।

ম্যাচ হেরে সুপার ফোরের রেস থেকে ছিটকে গেছে আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় হতাশ আফগানিস্তান দলের প্রধান কোচ জোনাথন ট্রট। তিনি মনে করেন প্রায় ১৭০ রান করার পরও ভালো জায়গায় ছিল আফগানিস্তান। তবে বোলিং ও ফিল্ডিংয়ের কারণে হারতে হয়েছে তাদের।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ট্রট বলেন, 'হ্যাঁ, খুবই হতাশাজনক এবং এটা মেনে নেওয়া কঠিন। আমরা ভেবেছিলাম আমরা ভালো অবস্থানে আছি। আমি ভেবেছিলাম নবির অসাধারণ পারফরম্যান্সের পর ১৭০ রান আমাদের প্রত্যাশিত সেই স্কোরে পৌঁছে দিয়েছিল। কিন্তু আমার মনে হয়েছে ওরা, অর্থাৎ ব্যাটসম্যানরা (শ্রীলঙ্কার) বেশ ভালো খেলেছে।'

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচ ছিল বাংলাদেশের। সেই ম্যাচে ৮ রানে জিতে পরের রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে হেরেই সুপার ফোরের দৌড়ে থেকে খানিকটা পিছিয়ে যায়। শ্রীলঙ্কা ম্যাচ শেষে বাংলাদেশকেও কৃতিত্ব দিয়েছেন ট্রট।

আফগানিস্তানের প্রধান কোচ বলেন, 'হ্যাঁ, আমরা পাওয়ার প্লেতে বোলিং দিয়েও ভালো শুরু করতে পারিনি। আমরা ওদেরকে কিছুটা সুবিধা দিয়ে দিয়েছিলাম এবং হ্যাঁ, আমরা প্রতিযোগিতাতেই ছিলাম না। আমরা সাধারণ অনেক ভুল করেছি - ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে। তাই আপনি ক্রিকেটের ম্যাচ জিততে পারবেন না, বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে। তাই, পুরো কৃতিত্ব বাংলাদেশের, যারা শ্রীলঙ্কার সাথে পরের পর্বে যাচ্ছে।'

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নাভিন উল হককে মিস করেছেন ট্রট। এই পেসার থাকলে ফলাফল ভিন্ন হতো বলেও ধারণা তার। তিনি বলেন, ‘সম্ভবত হ্যাঁ। নাভিনকে (নাভিন-উল-হক) মিস করেছি। সে ফিট থাকলে এখানে থাকত হয়তো। তখন ভিন্ন দল হতো। তবে এসব ব্যাপার আমাদের ঠিক করতে হবে।’

আরো পড়ুন: এশিয়া কাপ