বাংলাদেশ এশিয়া কাপ জেতেনি শুনে গুগল করলেন ট্রট

বাংলাদেশ
বাংলাদেশ এশিয়া কাপ জেতেনি শুনে গুগল করলেন ট্রট
সংবাদ সম্মেলনে জোনাথন ট্রট, এসিসি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মঙ্গলবার মাঠে নামছে আফগানিস্তান। এই ম্যাচের আগে আফগানদের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ জোনাথন ট্রট। সেখানে আফগান কোচকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ চাপে থাকবে কিনা। তার ধারণা বাংলাদেশ চাপেই থাকবে।

একপর্যায়ে তিনি বাংলাদেশ এশিয়া কাপ জিতেছে বলে মন্তব্য করেন। এরপর একজন সংবাদিক ট্রটকে জানান বাংলাদেশ কখনও এশিয়া কাপ জেতেনি। তাতে বেশ অবাকই হয়েছে। সাংবাদিককে নিশ্চিত হওয়ার জন্য বেশ কয়েকবার জিজ্ঞেস করেন, 'আপনি কী নিশ্চিত?' এরপর ট্রট নিজেই গুগল করে নিশ্চিত হন বাংলাদেশ এশিয়া কাপ জেতেনি।

ট্রট বলছিলেন, 'হ্যাঁ, আমি তাই মনে করি (বাংলাদেশ চাপে থাকবে), কিন্তু আপনি যদি ইতিহাস দেখেন, বাংলাদেশ এই প্রতিযোগিতা কয়েকবার জিতেছে, এশিয়া কাপ।' মাঝপথেই তাঁর ভুল ভাঙিয়ে দেন আফগানিস্তানের মিডিয়া ম্যানেজার। কিন্তু ট্রট নিজের ভুল মানতে নারাজ। উল্টো বললেন, ‘আমার তো মনে হয় ওরা ৫০ ওভারের এশিয়া কাপ জিতেছে!’

ট্রট তখন অবিশ্বাস নিয়ে মিডিয়া ম্যানেজারের দিকে তাকান। এরপর নিজেই গুগল করে নিশ্চিত হন বাংলাদেশ তিনবার ফাইনাল খেললেও এশিয়া কাপ জেতেনি। এরপর দীর্ঘশ্বাস ফেলে আফগানিস্তানে প্রধান কোচ বলেন, ‘আমি ভেবেছি তারা চ্যাম্পিয়ন হয়েছে।’

এরপর বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করেছেন ট্রট। জানিয়েছেন এই দলে কয়েকজন ম্যাচ উইনার আছেন। তাই হেলাফেলা করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষা হবে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। তিনি আত্মবিশ্বাসী পাঁচ-ছয়দিনের বিরতির পর তার দল মাঠে নামবে চাঙ্গা মনোভাব নিয়ে।

তিনি বলেন, 'আমার মনে হয় বাংলাদেশের এমন কিছু খেলোয়াড় আছে যারা সত্যিকারের ম্যাচ উইনার। তাই আমার জন্য এটা একটা ভালো চ্যালেঞ্জ এবং কাল আমাদের জন্য একটা ভালো পরীক্ষা। আমি আসলে এই বিরতিতে বেশ খুশি। আমার মনে হয় আমরা মানসিক ও শারীরিকভাবে সতেজ হয়েছি, বিশেষ করে এখানকার প্রচণ্ড গরমে খেলার পর। তাই আমার জন্য এটা একটা ভালো সুযোগ নিজেদের রিচার্জ করার, আমরা কোথায় আছি তা খতিয়ে দেখার এবং আবার শুরু করার।'

বাংলাদেশকে হারাতে পারলে এশিয়া কাপের পরের রাউন্ডে এক পা দেবে আফগানিস্তান। ট্রট তাই বেশ আত্মবিশ্বাসী। তিনি যোগ করেন, 'কালকের জয়ের সাথে পরের রাউন্ডে যোগ্যতা অর্জন করলে অল্প সময়ের মধ্যে অনেকগুলো খেলা হবে। তাই আমি মনে করি আমাদের সূচি আসলে আমাদের পক্ষেই কাজ করেছে, যতক্ষণ আমরা কাল ভালো খেলি এবং আবুধাবিতে আমাদের কাজটা ঠিকঠাক করতে পারি।'

আরো পড়ুন: এশিয়া কাপ