ম্যানেজারের ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলের নিলামে শুধুই ‘ব্যাটার’
এবারের অ্যাশেজে ক্যামেরন গ্রিনকে দেখা যাচ্ছে অলরাউন্ডার হিসেবেই। দুই টেস্টেই তিনি ব্যাটিং ও বোলিং-দুটোই করেছেন। তবে আইপিএল নিলামের জন্য তাকে ‘ব্যাটার’ ক্যাটাগরিতে রাখায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছিল সংশয়।