অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ে শুরু পাকিস্তানের
আক্রমণাত্বক ব্যাটিংয়ে দুই ছক্কা ও তিন চারে মাত্র ২২ বলে ৪০ রানের ইনিংস খেললেন সাইম আইয়ুব। পরবর্তীতে বোলিংয়ে ফেরালেন ম্যাথু শর্ট ও ট্রাভিস হেডকে। সাইমের অলরাউন্ড পারফরম্যান্সের সঙ্গে আবরার আহমেদ, শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজের স্পিন জালে ফাঁসিয়ে জয় তুলে নিয়েছে পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।