promotional_ad

৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে সাইম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোট নিয়ে মাঠের বাইরে সাইম আইয়ুব
কেপ টাউন টেস্টের সপ্তম ওভারে মোহাম্মদ আব্বাসের ফুলার লেংথ ডেলিভারিতে এজ হয়েছিলেন রায়ান রিকেলটন। বাঁহাতি ওপেনারের ব্যাট ছুঁয়ে গালি ও ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝ দিয়ে বল চলে যেতে থাকে সীমানার দিকে। বলের পেছনে ছুঁটতে থাকেন আমের জামাল ও সাইম আইয়ুব। একেবারে শেষ মুহূর্তে স্লাইড করে বল থামানোর চেষ্টা করেন পাকিস্তানের এই ফিল্ডার।

promotional_ad

এমন সময় গোঁড়ালিতে চোট পান সাইম। প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছিল, গুরুতর হতে যাচ্ছে বাঁহাতি এই ওপেনারের চোট। প্রায় কেঁদে দেয়া সাইমকে সাত্বনা দেয়ার চেষ্টা করছিলেন বাবর আজম। ফিজিও এলেও প্রাথমিক চিকিৎসায় মাঠে ফেরা হয়নি তাঁর। বরং ফিজিও এবং পাকিস্তানের একজন ফিল্ডারের কাঁধে হাত রেখে মাঠ ছেড়ে যান সাইম। 


মাঠের বাইরেও খানিকটা সময় চিকিৎসা দেয়া হয় তাকে। তবে কোনভাবেই অবস্থার উন্নতি হয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সাইমকে। ফলে কেপ টাউন টেস্টে তরুণ বাঁহাতি ওপেনারকে ছাড়াই খেলতে হবে সফরকারী পাকিস্তানকে। 


promotional_ad

সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পাশাপাশি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট ও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজেও খেলা হবে না সাইমের। এমন অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। কারণ ৬ সপ্তাহের বেশি সময় লাগবে চোট থেকে সেরে উঠতে।


যার ফলে অন্তত ৪২ দিন মাঠের বাইরে থাকতে হবে সাইমকে। অর্থাৎ ১২ কিংবা ১৩ ফেব্রুয়ারির দিকে অনুশীলনে ফিরতে দেখা যেতে পারে সাইমকে। এদিকে ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামবে পাকিস্তান। সাইম ফিট হয়ে উঠতে না পারলে বিপাকে পড়তে হবে তাদের। 


সবশেষ কয়েক মাসে পাকিস্তানের সব সংস্করণের ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাইম। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়েও বড় অবদান রেখেছিলেন তিনি। এ ছাড়া জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়েও অবদান ছিল তাঁর। তিন ম্যাচে দুই সেঞ্চুরি করে সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছেন সাইম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball