
মুশফিক-লিটনের আক্ষেপের পর বাংলাদেশের ধস
সেঞ্চুরিতে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম প্রথম দিন শেষ করেছিলেন! তবে শান্তর কাছে মুশফিকের চাওয়া ছিল গলে ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের টেস্ট অধিনায়ক অবশ্য বড় ভাইয়ের আশা পূরণ করতে পারেননি। আসিথা ফার্নান্দোর বলে আউট হওয়ার আগে করেছেন ১৪৮ রান। শান্তর ডাবল সেঞ্চুরির পাশাপাশি দ্বিতীয় দিনে অন্তত দুই সেশন জিততে চেয়েছিলেন মুশফিক। বাঁহাতি ব্যাটার ফিরলেও লিটনকে নিয়ে প্রথম সেশনটা ঠিকই বাংলাদেশকে জিতিয়েছিলেন তিনি।