
পাকিস্তানের টেস্ট দলে বাবর-রিজওয়ান, নেই নাসিম
স্ট্রাইক রেট ইস্যুতে পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। এবার তাদেরকে রেখেই সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৮ সদস্যের দলে সুযোগ পেয়েছেন একাধিক নতুন মুখ। তবে সুযোগ হয়নি নাসিম শাহর।