
পিএসএলে খেলার পর রিশাদ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও ডাক পাবে: রাজা
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের অভিষেক মৌসুমের প্রথম ৪ ম্যাচেই ৮ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। পিএসএলে অবশ্য গত তিনটি ম্যাচে খেলা হয়নি তার। সুযোগ পেলে বাকি ম্যাচগুলোতেও ভালো করবেন রিশাদ, এমনটাই বিশ্বাস সিকান্দার রাজার। পিএসএল সফলভাবে শেষ করে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলবেন রিশাদ, এমনটা ভবিষ্যদ্বাণী করলেন তারই সতীর্থ রাজা।