
আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল নয়, স্বীকার করলেন ট্রট
‘ভারতের পর আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল!’ গত দুই-এক বছরে আফগানিস্তানকে নিয়ে এমন মন্তব্য করেছেন অনেক। তবে এশিয়া কাপে ভালো করতে না পারায় একই ইস্যুতে আফগানিস্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপাত্মক মিম তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ সিরিজের আগে রশিদ খান জানিয়েছিলেন, তারা দাবি না করলেও আলোচনার স্বার্থে মিডিয়াই এমন কিছু তৈরি করেছে। আফগানিস্তান যে এশিয়ার দ্বিতীয় সেরা দল নয় সেটা স্বীকার করলেন জনাথন ট্রটও। তবে আফগানিস্তানের প্রধান কোচ এও বললেন, তাদের চাওয়া এশিয়ার দ্বিতীয় সেরা হয়ে ওঠা।