নাটকীয় ম্যাচ হেরে গ্রুপ পর্বে রানার্সআপ বাংলাদেশ
অনূর্ধ্ব- ১৯ এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে লড়াই জমিয়েও মাত্র ৭ রানে হারতে হয়েছে বাংলাদেশের যুবাদের। আগের দুই ম্যাচ জেতায় পরের রাউন্ডে যাচ্ছে বাংলাদেশ, তবে তা গ্রুপ রানার্সআপ হয়েই। গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে ব্যাটিং ইনিংসের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিলো জুনিয়র টাইগারদের হাতে।