টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আফগানিস্তানের দায়িত্ব ছাড়ছেন ট্রট
আফগানিস্তানের কোচ হিসেবে বেশ সফল জোনাথন ট্রট। তার অধীনে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমি ফাইনালের খুব কাছে চলে গিয়েছিল আফগানরা। যদিও শেষ পর্যন্ত ৬ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
আফগানিস্তানের কোচ হিসেবে বেশ সফল জোনাথন ট্রট। তার অধীনে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমি ফাইনালের খুব কাছে চলে গিয়েছিল আফগানরা। যদিও শেষ পর্যন্ত ৬ নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন জনাথন ট্রট। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে বলে জানা গেছে।
আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার জন মুনিকে আবারও ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। বুধবার (২৭ আগস্ট) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই কোচকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৪১ বছর বয়সে মৃত্যু হয়েছে আফগানিস্তানের এই অভিজ্ঞ আম্পায়ারের। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
রাজনৈতিক কারণে নিজেদের হোম ম্যাচগুলো দেশের মাটিতে খেলতে পারে না আফগানিস্তান। কখনও ভারতের দেরাদুন, লখনউ ও গ্রেটার নয়ডাতে বা কখনও সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ম্যাচগুলো খেলে থাকে আফগানরা। এবার আনুষ্ঠানিকভাবে ৫ বছরের জন্য আবুধাবির জায়েদ স্টেডিয়ামকে নিজের সেকেন্ড হোম বানিয়েছে আফগানিস্তান।
বয়স ৪০ হয়ে গেলেও এখনো বেশ ফিট মোহাম্মদ নবি। দুনিয়াজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন, জাতীয় দলেও পারফর্ম করছেন। অবসর কবে নেবেন সেই সিদ্ধান্ত এখনও নেননি আফগানিস্তানের এই অলরাউন্ডার। আপাতত ছেলের সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর তিনি।
বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার ধরা হয় রশিদ খানকে। তার হাত ধরে আফগানিস্তান অনেক ঐতিহাসিক জয় পেয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্সেও সেরাদের কাতারে আছেন আফগানিস্তানের এই স্পিনার। এবার তাকেই ওয়াসিম আকরামের চেয়ে সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করছেন রশিদ লতিফ।
টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ খানের শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হলো সবচেয়ে আকর্ষণীয় পালক। ডোয়াইন ব্রাভোকে ছাড়িয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন আফগানিস্তানের লেগ স্পিন তারকার। ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়েছেন রশিদ।
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে শাপুর জাদরান। স্বীকৃত ক্রিকেটে খেলেছেন প্রায় আড়াই বছর আগে। এবার সবধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের এক সময়ের এই তারকা পেসার।
দেশে নারী ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে জীবন পার করছেন আফগানিস্তানের বেশ কয়েকজন নারী ক্রিকেটার। খেলাধুলার পাশাপাশি মেয়েদের পড়াশোনাও বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। খেলাধুলা ও পড়াশোনায় মেয়েদের অংশগ্রহণ নিশ্চিত করতে রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবিদের মতো তারকা ক্রিকেটারদের সহায়তা চাচ্ছেন ফিরোজা আমিরি। আফগাস্তিানের নারী ক্রিকেটারের বিশ্বাস, রশিদরা সমর্থন করলে আবারও খেলায় ফিরতে পারবেন তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র এক মাস। আইসিসির এই মেগা ইভেন্ট শুরুর আগেই নতুন মেন্টর নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। পাকিস্তানের সাবেক ব্যাটার ইউনিস খানকে দলের মেন্টর বা পরামর্শক পদে নিয়োগ দিয়েছে তারা।
আফগানিস্তানের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন জোনাথন ট্রট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দায়িত্ব নেয়ায় আফগানিস্তানের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে ইংল্যান্ডের সাবেক ব্যাটারকে ছেড়ে দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নতুন চুক্তিতে আরও এক বছর রশিদ খানদের কোচ হিসেবে কাজ করবেন ট্রট।