পাঁচ বছরের জন্য আবুধাবি আফগানিস্তানের ‘সেকেন্ড হোম’

আন্তর্জাতিক
পাঁচ বছরের জন্য আবুধাবি আফগানিস্তানের ‘সেকেন্ড হোম’
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
রাজনৈতিক কারণে নিজেদের হোম ম্যাচগুলো দেশের মাটিতে খেলতে পারে না আফগানিস্তান। কখনও ভারতের দেরাদুন, লখনউ ও গ্রেটার নয়ডাতে বা কখনও সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ম্যাচগুলো খেলে থাকে আফগানরা। এবার আনুষ্ঠানিকভাবে ৫ বছরের জন্য আবুধাবির জায়েদ স্টেডিয়ামকে নিজের সেকেন্ড হোম বানিয়েছে আফগানিস্তান।

এই সময়ের মধ্যে আফগানিস্তান নিজের হোম ম্যাচগুলো আবুধাবিতেই খেলবে। এরই মধ্যে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব (এডিসিএসএইচ) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে পাঁচ বছরের। এই চুক্তির নাম দেয়া হয়েছে ‘ডেস্টিনেশন সাপোর্ট চুক্তি’।

চুক্তি অনুযায়ী আবুধাবিতে আফগানিস্তান জাতীয় দল ক্যাম্প করতে পারবে। সেই সঙ্গে আফগানিস্তান 'এ' দল ও বয়সভিত্তিক দলের ম্যাচগুলো আয়োজন করতে পারবে। এই চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। আফগানিস্তান জাতীয় দলের সিরিজগুলো কীভাবে আবুধাবিতে আয়োজন করা হবে সেগুলো নিয়ে একসঙ্গে কাজ করবে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আফগানিস্তানের ক্রিকেট কার্যক্রম বৈশ্বিকভাবে ছড়িয়ে দিয়ে সাহায্য করতে চায় সংযুক্ত আরব আমিরাত। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই চুক্তির মাধ্যমে এসিবিকে তাদের বৈশ্বিক কার্যক্রম পরিচালনা ও খেলোয়াড় উন্নয়ন প্রক্রিয়া শক্তিশালী করতে সহায়তা প্রদান করা হবে।’

সেখানে এডিসিএসএইচ-এর প্রধান নির্বাহী ম্যাট বাউচার বলেন, ‘আমাদের (ভেন্যু) সুবিধাগুলো ইতোমধ্যেই বিশ্বের সেরা খেলোয়াড়দের স্বাগত জানিয়েছে এবং এই চুক্তির মাধ্যমে বৈশ্বিক ক্রীড়া ও ক্রিকেট প্রতিভা লালনের প্রতি আমাদের অঙ্গীকার আরও দৃঢ় হলো। আমরা গত কয়েক বছর আফগানিস্তান দলকে আতিথ্য দিতে পেরে আনন্দিত।’

এই চুক্তি নিয়ে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘আবুধাবির প্রিমিয়াম সব সুবিধা ব্যবহার করার সুযোগ পাওয়া আফগানিস্তান ক্রিকেটের জন্য বিশেষভাবে বয়সভিত্তিক পর্যায়ে একটি বড় অর্জন। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে আবুধাবিকে নির্ধারণ করতে পারা এবং বয়সভিত্তিক পর্যায়ের জন্য এটি ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতে পারা আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আরো পড়ুন: আফগানস্তান