বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করল রাজশাহী
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে দল হিসেবে ভালো করতে পারছে না দুর্বার রাজশাহী। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলা রাজশাহী জয় পেয়েছে মাত্র তিনটি ম্যাচে। কাগজে-কলমে শক্তিশালী দল না হওয়ায় খুব বেশি কিছু করতে পারছেন না এনামুল হক বিজয়। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজে সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি ডানহাতি এই ব্যাটার।