ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াতে যাওয়া টুর্নামেন্টে রাজশাহী স্টার্স নামে খেলার কথা থাকলেও জানা গেছে, রাজশাহী ওয়ারিয়র্স নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। মালিকানা পাওয়ার পরই নতুন কোচ নিয়োগ দিয়েছে তারা।
বিপিএলের আগামী মৌসুমে রাজশাহীর প্রধান কোচ হিসেবে দেখা যাবে হান্নান সরকারকে। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে এবারের বিপিএলের ড্রাফট। এর আগেই নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করছে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি।
এরই মধ্যে তারা তানজিদ হাসান তামিমসহ বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছে রাজশাহী। এ ছাড়াও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও আলোচনা শুরু করেছে তারা। পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানের সঙ্গে কথা বার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর বাইরে একজন লঙ্কান ক্রিকেটারের সঙ্গেও ফ্র্যাঞ্চাইজিটি আলোচনা চালাচ্ছে। এদিকে হান্নানের পাশাপাশি কোচিং স্টাফে আরও বেশ কয়েকজন দেশি কোচকে দেখা যেতে পারে। রাজশাহীর বাইরে বিপিএলের আগামী পাঁচ আসরের জন্য দল পেয়েছে রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।
যেখানে রংপুরের মালিকানায় দেখা যাবে টগি স্পোর্টসকে। এ ছাড়া ঢাকার চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান), চট্টগ্রামের ট্রায়াঙ্গাল সার্ভিস এবং সিলেটের মালিকানায় দেখা যাবে ক্রিকেট উইথ সামিকে।