
রাজশাহীর বিপক্ষে খেলবেন চোট নিয়ে মাঠ ছাড়া মুশফিক
ইনিংসের দ্বিতীয় ওভারে ইকবাল হোসেন ইমনের লেগ স্টাম্পের বাইরের বলটা ঠিকঠাক হাতে আসেনি মুশফিকুর রহিম। তরুণ এই পেসারের সেই বলটি ধরতে গিয়ে বাঁ আঙুলে চোট পান ফরচুন বরিশালের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। ফিজিও মাঠে এসে আঙুলের প্রাথমিক শুশ্রূষা করলেও কিপিং করা হয়নি মুশফিকের।