বিজয়দের নাম নিলামে অন্তর্ভুক্তির আবেদন খারিজ

বিপিএল
এনামুল হক বিজয়, ফাইল ফটো
এনামুল হক বিজয়, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে তাদের বাদ দেয়া হবে। এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল যুব ক্রীড়া মন্ত্রণালয়েরও। তবে অভিযুক্ত ক্রিকেটারদের নিয়েই বিপিএলের প্রাথমিক নিলাম তালিকা প্রকাশ করা হয়েছিল।

যদিও পরবর্তীতে সেখান থেকে বাদ পড়েছেন মোট ৯ ক্রিকেটার। এই তালিকায় আছেন জাতীয় দলে খেলা ৪ জন। তারা হলেন, জাতীয় দলে নিয়মিত আসা-যাওয়ার পথে থাকা এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম।

নয়জন ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তিনটি রিট আবেদন করা হয়েছিল। ওই রিটে তাদের নাম নিলামের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা চাওয়া হয়। কিন্তু তা খারিজ করে দেয়া হয়।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান, অ্যাডভোকেট (আপিল বিভাগ), উভয়পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের দু’জন বিচারপতির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও মাননীয় বিচারপতি রেজাউদ্দিন আহমেদ, ৩০ নভেম্বর ২০২৫ তারিখের আদেশে রিটগুলো তাৎক্ষণিকভাবে খারিজ করে দেন।

ফলে বিপিএল ১২তম আসরের নিলাম নয় খেলোয়াড়ের নাম ছাড়াই আগের পরিকল্পনামাফিক অনুষ্ঠিত হবে। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বিজয়কে নিয়েই।

তিনি সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের হয়ে টেস্টে খেলেছিলেন। তবে এই সিরিজের পরই দল থেকে বাদ পড়েন তিনি। বিজয় ব্যস্ত ছিলেন জাতীয় ক্রিকেট লিগে। বরাবরের মতো তিনি খেলছিলেন খুলনা বিভাগের হয়ে। এর মাঝেই নিলাম থেকে বাদ পড়ার দুঃসংবাদ পেলেন তিনি।